বিনোদন ডেস্ক : বলিউড বাদশা শাহরুখ খানের বহুল আলোচিত সিনেমা ‘পাঠান’। টানা চার বছরের বিরতি শেষে ‘পাঠান’ সিনেমা দিয়ে বলিউড বাদশা রাজকীয় প্রত্যাবর্তন ঘটিয়েছেন। শাহরুখের চেষ্টা যে বিফলে যায়নি, বক্স অফিসে ধামাকা তারই প্রমাণ।
জনপ্রিয় নির্মাতা অনুরাগ কাশ্যপ এবার মুখ খুললেন ‘পাঠান’ নিয়ে। তিনি বলেন ‘ভারতীয় সিনেমা হলে এখন যে বিপ্লব হচ্ছে তার জন্য শাহরুখের ‘পাঠান’ কে ধন্যবাদ।’
২৫ জানুয়ারি মুক্তি পর থেকে বক্স অফিসে একের পর এক রেকর্ড তৈরি করছে ‘পাঠান’। ইতোমধ্যে কম সময়ে ৩০০ কোটি অতিক্রম করা হিন্দি সিনেমা হয়ে উঠেছে এটি। চলচ্চিত্র নির্মাতা অনুরাগ কাশ্যপের মতে, ‘পাঠান’ দেশে একটি বিপ্লব ঘটাচ্ছে।
একটি সাক্ষাৎকারে, অনুরাগ, যিনি গত সপ্তাহে মুক্তি পাওয়ার পর থেকেই শাহরুখ খান অভিনীত ছবির প্রশংসা করছেন, বলেছেন যে দর্শকরা ছবিটি দেখতে প্রেক্ষাগৃহে ভিড় করেছিলেন, যা সাম্প্রতিক সপ্তাহগুলোতে নিষেধাজ্ঞা এবং বয়কট ডাকের মুখোমুখি হয়ে মুক্তি পেয়েছে।
‘পাঠান’ সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর পর্দায় আসছেন শাহরুখ খান। এতে তার বিপরীতে আছেন দীপিকা পাড়ুকোন। এরই মধ্যে সিনেমার ট্রেলার ও গান আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা প্রমুখ। অতিথি চরিত্রে দেখা যাবে সালমান খানকে।
সূত্র: হিন্দুস্তান টাইমস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।