বিনোদন ডেস্ক : পাঠান নিয়ে শাহরুখ ভক্তদের মধ্যে উন্মাদনা একেবারে তুঙ্গে। এর মাঝেই আত্মহত্যার হুমকি কিং খানের এক ভক্তের! ২৫ জানুয়ারি সিলভার স্ক্রিনে মুক্তির অপেক্ষায় শাহরুখ খানের কামব্যাক মুভি পাঠান। মুক্তির আগেই পাঠান জ্বরে কাবু দেশ থেকে বিদেশ।
অগ্রিম টিকিং বুকিংয়ের ক্ষেত্রে ভারতের আগ বিদেশের মাটিতে রেকর্ড ব্যবসা করেছে। এদেশেও শাহরুখের ফ্যানক্লাবের তরফে একাধিক এলাহি আয়োজন করা হয়েছে। কোথাও পুরো হল বুকিং করা হয়েছে ত কোথাও আবার পাঠানের ফার্স্ট ডে ফার্স্ট শোয়ের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে।
পাঠান নিয়ে যখন শাহরুখ ভক্তদের মধ্যে উন্মাদনা একেবারে তুঙ্গে তখন কিং খানের এক অনুরাগী আত্মঘাতী হওয়ার হুমকি দিলেন। কয়েক সেকেণ্ডের সেই ভিডিও আগুনের গতিতে ভাইরাল হয়ে যায় সোশাল মিডিয়ায়। কিন্তু, পাঠান মুক্তির সঙ্গে শাহরুখ ভক্তের আত্মঘাতী হওয়ার হুমকির যোগসূত্রটা কোথায়?
পুকুর পাড়ে দাঁড়িয়ে ২৮ সেকেন্ডের ভিডিওতে শাহরুখ খানের সেই ভক্তকে বলতে শোনা যাচ্ছে, “যদি আমি পাঠান দেখতে না পারি আর শাহরুখের সঙ্গে দেখা না করতে পারি তাহলে আমি ২৫ জানুয়ারি এই পুকুরে ঝাপ দিয়ে আত্মঘাতী হব। পাঠান আর শাহরুখকে দেখা আমার স্বপ্ন। কিন্তু, অর্থের অভাবে আমি সেটা পারছি না। তাই ঠিক করেছি ২৫ তারিখ পাঠান মুক্তির দিনেই আমি আত্মহত্যা করব।”
ঝড়ের গতিতে এই ভিডিও ভাইরাল হওয়ার পরেই নেটিজেনরা তাঁদের প্রতিক্রিয়া দিতে শুরু করেছেন। অনেকেই তাঁর প্রতি সমবেদনা জানিয়ে তাঁকে পাঠান দেখানোর প্রতিশ্রুতি দিয়েছেন। শাহরুখ ভক্তদের মধ্যে কেউ আবার ওই ছেলেটির পেটিএম নম্বর চেয়েছেন।
Meri jaan koi bachalo plz pathaan 1 tickets plz help 😭😭 #SRK 25th january plz help 🙏 #Pathaan #PathaanTrailerOnBurjKhalifa pic.twitter.com/cblMgib8RY
— Riyan (@Riyan0258) January 20, 2023
নেটিজেনদের মধ্যে একজন ওই ভিডিওতে লিখেছেন, “তুমি কোথায় থাকো বলো। আমি তোমাকে সিনেমা দেখাব। আত্মহত্যা করার কোনও প্রয়োজন নেই।” অন্য এক নেটিজেন আবার লিখেছেন, “তোমার অনলাইন পেমেন্টের নম্বর দাও। আমি তোমাকে টিকিট কেনার টাকা পাঠাচ্ছি।” নেটপাড়ার এক সদস্য লিখেছেন, “তোমার পেটিএম নম্বরটা আমাকে দাও। আমি তোমাকে শাহরুখের ছবি দেখাব।”
শাহরুখ ভক্তের এই ভিডিও ভাইরাল হওয়ার পর এক নেটবাসী নিজের মত প্রকাশ করে লিখেছেন, “এটা একটা সিনেমা মাত্র। একটা ছবির জন্য নিজের জীবন কেউ এভাবে নষ্ট করে? সিনেমা আমাদের মনোরঞ্জনের জিনিস। কিছুক্ষণের জন্য জীবনের দুঃখ ভুলে সকলে সিনেমা দেখে রিল্যাক্স করে।”
এদিকে পাঠানের মতো হাইভোলটেজ একটি ছবির মুক্তির আগে হায়দরাবাদ ও দিল্লির একটি হল জলের দরে টিকিট বিক্রি করছে। হায়দরাবাদের দেবী সিনেমাহলে তেলুগু ভার্শনের টিকিট বিক্রি হচ্ছে ৫৫ টাকায়। দিল্লির লিবার্টি সিনেমা হলে মাত্র ৮৮ টাকায় পাওয়া যাচ্ছে পাঠান দেখার এই দুর্দান্ত অফার। মুম্বই আর কলকাতাতেও বেশ খানিকটা সস্তায় মিলবে পাঠানের টিকিট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।