বিনোদন ডেস্ক : ‘পাঠান’-এর বিতর্কিত গান ‘বেশরম রং’ নেটদুনিয়ায় প্রকাশের পরই নানাভাবে সমালোচনা আর অশ্লীল দৃশ্যের বিতর্কের জন্ম দিয়েছেন দীপিকা পাড়ুকোন ও শাহরুখ খান। আর এমন পরিস্থিতিতেই বৃহস্পতিবার নেটদুনিয়ায় মুক্তি পেল এ সিনেমার দ্বিতীয় গান।
সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় পাঠান সিনেমাটির দ্বিতীয় গানটির শিরোনাম ‘ঝুমে জো পাঠান’। প্রথম গানটির মতো দ্বিতীয় গানেও হট লুকে ধরা দিয়েছেন দীপিকা আর শাহরুখ। রোমান্টিক আর অ্যাকশন ঘরানার দ্বিতীয় গানটির মিউজিকের তালে তালে নেচেছেন শাহরুখ-দীপিকা। এছাড়া গানের ভিডিওতে বডি ফিটনেসকে বেশি গুরুত্ব দেয়া হয়েছে বলে মনে করছেন অনেকে।
তবে এবারও সমালোচনা পিছু ছাড়েনি শাহরুখ-দীপিকার। ‘বেশরম রং’-এর মতো শাহরুখ-দীপিকাকে এই গানেও পছন্দ করছেন না নেটিজেনরা। বেশির ভাগের যেমন ‘জঘন্য’ লেগেছে, তো কেউ মনে করছে শাহরুখ নিজেকে ছোট করছেন এ ধরনের কাজ করে।
গানের ভিডিও শেয়ার করে টুইটারে একজন লিখেছেন, ‘প্রীতমকেই ডেকে নাও, স্যার। মানছি ও কপি করে, তবে ভালো গান অন্তত বানায়।’ আরেকজন লিখেছেন, ‘বকওয়াস গান হ্যায় ভাই’ (একেবারে জঘন্য গান)। ‘ঝুমে জো পাঠান’ গানটি টুইটারে শেয়ার করেছিলেন শাহরুখ। আর শাহরুখের শেয়ার রি-শেয়ার করে একজন লিখেছেন, ‘যেখানে টম ক্রুজ ৬০ বছর বয়সে অসম্ভব সব স্টান্ট করছে, সেখানে শাহরুখ ৫৭ বছর বয়সে ঝুমে জো পাঠানের মতো নিম্নরুচির কাজ করছে!’
‘পাঠান’ সিনেমা নিয়ে বিতর্ক ছিল শুরু থেকেই। তবে নির্মাতারা কিন্তু এ গান নিয়ে বরাবরই আত্মবিশ্বাস দেখিয়ে এসেছেন। পরিচালক সিদ্ধার্থ আনন্দ যেমন এই গানটি প্রসঙ্গে বলেছিলেন, ‘যখন আমরা এই গানটি নিয়ে পরিকল্পনা-আলোচনা করছি, তখন থেকেই ঠিক করে নিয়েছিলাম এটা আমি অরিজিৎ সিংকে দিয়েই গাওয়াব।’ তিনি আরও বলেন, ‘বর্তমানে ভারতের এক নম্বর গায়ক হলেন অরিজিৎ, আর তার গলাতেই দেশের এক নম্বর চিরসবুজ তারকার এই গান গাওয়াতে চেয়েছিলাম। আর যা ভেবেছিলাম ঠিক তা-ই হলো! অরিজিৎ ওর সুরের জাদু দিয়ে আরও একবার ম্যাজিক করে দিল।’
আদিত্য চোপড়া প্রযোজিত সিনেমা ‘পাঠান’ পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। দীপিকা-শাহরুখের সঙ্গে এ সিনেমাটির অন্যান্য চরিত্রে দেখা যাবে জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা, গৌতম ও একতা কৌরকে। এছাড়াও ক্যামিও চরিত্রে দেখা যাবে সালমান খানকে। আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাবে ‘পাঠান’।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।