বিনোদন ডেস্ক : বলিউডের বহুল চর্চিত সিনেমা এখন শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন অভিনীত ‘পাঠান’। সিনেমাটি মুক্তির আগেই অশ্লীলতার বিতর্কের জড়ায়। সিনেমাটি নিয়ে মঙ্গলবার (১৭ জানুয়ারি) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, সিনেমাটি না দেখে ‘অহেতুক ও অপ্রয়োজনীয় মন্তব্য’ করা থেকে বিরত থাকতে। আর প্রধানমন্ত্রীর এ মন্তব্যেরই জবাব দিয়েছেন এই প্রজন্মের অন্যতম খ্যাতনামা পরিচালক অনুরাগ কাশ্যপ।
১৬ ও ১৭ জানুয়ারি দুদিনের জন্য নয়াদিল্লিতে বিজেপির কার্যনির্বাহী বৈঠক বসেছিল। বিজেপির জাতীয় কার্যনির্বাহীর সেই বৈঠকে লোকসভা নির্বাচনের জন্য প্রচারের রোডম্যাপ থেকে শুরু করে দলীয় কর্মীদের মনোবল জোগানো হয়।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) বৈঠকের শেষ দিনে প্রধানমন্ত্রী মোদি সম্প্রতি ‘পাঠান’ সিনেমা নিয়ে কথা বলেন। দলীয় নেতাদের সতর্ক করে মোদি বলেন, কিছু বিতর্কিত সিনেমা নিয়ে কয়েকজন এমন মন্তব্য করেন, যা সারা দিন টিভি ও সংবাদমাধ্যমে দেখানো হয়। এই ধরনের অপ্রয়োজনীয় মন্তব্য করা থেকে বিরত থাকুন।
প্রধানমন্ত্রীর ওই মন্তব্যে কিছুটা স্বস্তিতে ছবি নির্মাতা থেকে শুরু করে ছবির সঙ্গে যুক্ত অন্য কলাকুশলীরা। তবে এ বিষয়ে মুখ খুলেছেন পরিচালক অনুরাগ কাশ্যপ।
অনুরাগ বলেন, এখন এই নিষেধাজ্ঞা জারি করে কোনো লাভ নেই। ছবি নিয়ে বিতর্ক ও বয়কট প্রসঙ্গে অনুরাগ আরও বলেন, ৪ বছর আগে এই পদক্ষেপ নেয়া উচিত ছিল, এখন পরিস্থিতি হাতের বাইরে চলে গিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজরে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেয়ার সময় অনেকটা ক্ষোভও প্রকাশ করেছেন তিনি।
পরিচালক অনুরাগ মনে করেন, যে জনতা শুধু ঘৃণা করতেই ব্যস্ত, কুসংস্কার যাদের শক্তি, নীরবতা তাদের অন্যতম অস্ত্র। এ এক অদ্ভুত সময়। ক্রিকেট দল থেকে রাজনৈতিক দল— সব কিছুকেই বয়কট করা হচ্ছে। ভারতে বয়কট সংস্কৃতি উত্তরোত্তর বেড়েই চলেছে, এমনটাই দাবি অনুরাগের। এই সংস্কৃতি শিল্প ও শিল্পী, কারও জন্যই খুব একটা সুখকর নয় বলেও মনে করেন তিনি।
এমন পরিস্থিতিতে মোদির বক্তব্যকে স্বাগত জানিয়েছেন একাধিক ছবি নির্মাতা। প্রধানমন্ত্রীর এমন বক্তব্য অতিমারি ও লকডাউনের পরে বক্স অফিসে মন্দার বাজার দূর করতেও কার্যকর হবে বলে মনে করছেন কেউ কেউ। তবে অপ্রয়োজনে সিনেমায় আপত্তিকর দৃশ্য না দেখানোর পক্ষেও মন্তব্য করছেন কেউ কেউ। এমন পরিস্থিতিতে বিতর্কিত ‘পাঠান’ সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে আগামী ২৫ তারিখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।