কেজিএফ-২-কে ছাড়িয়ে রেকর্ড গড়ল শাহরুখের ‘পাঠান’

শাহরুখের ‘পাঠান’

বিনোদন ডেস্ক : অবশেষে দীর্ঘ খরা কাটল। রেকর্ড গড়ল বলিউড বাদশা শাহরুখ খান অভিনীত ‘পাঠান’। সব জল্পনা-কল্পনা ছাপিয়ে ভারতসহ বিশ্বের ১০০টির বেশি দেশে মুক্তি পেয়েছে বলিউড বাদশাহ শাহরুখ খানের ‘পাঠান’। মুক্তির প্রথম দিন শুধু ভারতেই ছবিটি আয় করেছে রেকর্ড ৫৫ কোটি রুপি।

শাহরুখের ‘পাঠান’

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, পাঠান মুক্তির প্রথম দিনে যে অর্থ আয় করেছে তা হিন্দি সিনেমার ইতিহাসে প্রথম। এর আগে মুক্তির প্রথম দিনে ভারতে ‘কেজিএফ-২’ (হিন্দি) আয় করেছিল ৫৩ দশমিক ৯৫ কোটি রুপি। ‘ওয়ার’ ছবির আয় ছিল ৫১ দশমিক ৬০ কোটি রুপি।

বলিউড বাদশা শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমা দীর্ঘ অপেক্ষার পর গতকাল (২৫ জানুয়ারি) মুক্তি পেয়েছে। ‘জিরো’ সিনেমা মুক্তির চার বছর পর পর্দায় ফিরেছেন শাহরুখ। ফিরেই হইচই ফেলে দিয়েছেন।

প্রথম দিন ছবিটি ভারতে মোট ৫,৫০০টি এবং ভারতের বাইরে ২,৫০০টি পর্দায় মুক্তি পেয়েছে।

হিন্দি ছবির বাজারে প্রথম দিন সবচেয়ে বেশি ব্যবসার পরিমাণ ঝুলিতে পুরেছে এই ছবি। ঘরোয়া বক্স অফিসে প্রথম দিনে ছবির হিন্দি ভার্সনের ব্যবসার পরিমাণ ৫৫ কোটি টাকা। অন্যান্য আঞ্চলিক ভাষায় ছবিটি প্রথম দিনে ঘরে তুলেছে ২ কোটি টাকা। বিশ্বব্যাপী আয়ের দিক থেকে প্রথম দিনেই সেঞ্চুরি (১০৬ কোটি) হাঁকিয়েছে ‘পাঠান’।

‘পাঠান’—এ যে চরিত্রে দেখা যাবে শাহরুখ-সালমানকে