বিনোদন ডেস্ক : বড়পর্দার পর এবার পালা ওয়েব প্ল্যাটফর্মের। আমাজন প্রাইমে দেখা যাচ্ছে শাহরুখ খানের ব্লকবাস্টার ‘পাঠান’। আর তাতেই রয়েছে চমক। যে দৃশ্য বড়পর্দায় দেখা যায়নি, তা দেখা যাচ্ছে ছবি ওয়েব ভার্সনে। এতেই মুগ্ধ নেটিজেনরা।
চার বছর বাদে বড়পর্দায় কামব্যাক করেছেন শাহরুখ খান। ফেরার এই পথ খুব একটা মসৃণ ছিল না। ছবির ‘বেশরম রং’ গান ও নায়িকা দীপিকা পাড়ুকোন পোশাক নিয়ে প্রবল আপত্তি তোলা হয়েছিল। ছবির বয়কটের হুমকি দেওয়া হয়ছিল। এমনকী মুক্তির ঠিক আগে প্রেক্ষাগৃহে পর্যন্ত ভাঙচুর করা হয়েছিল। কিন্তু শাহরুখ খান নামের ম্যাজিকে সমস্ত বিতর্ক ফিকে হয়ে যায়।
Pathaan ki party ab @PrimeVideoIN par 🔥#PathaanOnPrime in Hindi, Tamil and Telugu. Watch now!@deepikapadukone | @TheJohnAbraham | #SiddharthAnand | @yrf pic.twitter.com/9opW30fBsG
— Shah Rukh Khan (@iamsrk) March 22, 2023
মুক্তির ২৮ দিনের মধ্যেই হাজার কোটি ক্লাবে ‘পাঠান’। সোমবার পর্যন্ত ছবির আয় ১০৪৮.৩০ কোটি টাকা। এমন পরিস্থিতিতেই এবার ওয়েব দুনিয়ায় ‘পাঠান’-এর পার্টি। এমনটাই টুইট করে জানিয়েছেন শাহরুখ খান।
This look and scene added
Dashing PATHAAN
🥵😍#PathaanOnPrime #Pathaan pic.twitter.com/i51h8lAgqo— MASRUR (@masrur2srk) March 21, 2023
OTT প্ল্যাটফর্মে শাহরুখের ছবির নতুন দৃশ্য দেখে মুগ্ধ নেটিজেনরা। ঢেউ খেলানো চুলে নিজের দপ্তরে ঢুকছে ‘পাঠান’। সেই দৃশ্য শেয়ার করে প্রশ্ন তোলা হয়েছে, কেন এই দৃশ্য হলে মুক্তি পাওয়া সিনেমা থেকে বাদ দেওয়া হল?
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।