জুমবাংলা ডেস্ক : দেশে জ্বালানি তেলের দাম বাড়ানোর পর সব জিনিসপত্রের মুল্য বেড়েছে। সেই ধারাবাহিকতায় এবার রাইড শেয়ারিং অ্যাপ পাঠাওয়ে মোটরসাইকেলের ভাড়া বাড়নো হলো। আগের তুলনায় ১৭ শতাংশ ভাড়া বাড়ানো হয়েছে। তবে এখনও গাড়ির ভাড়া বাড়ানো হয়নি। সম্প্রতি এই নতুন ভাড়া কার্যকর করা হয়েছে।
নির্ধারিত নতুন ভাড়া অনুযায়ী। রাজধানীর প্রতি কিলোমিটারে ভাড়া গুনতে হবে ১৫ টাকা। আর সর্বনিন্ম ভাড়া দিতে হবে ৫০ টাকা। আগে প্রতি কিলোমিতার ভাড়া ছিল ১২ টাকা, সর্বনিন্ম ভাড়া নেওয়া হতো ৩০ টাকা। তবে ভিত্তি মূল্য ২৫ টাকা, প্রতি মিনিট চার্জ ৫০ পয়সা, ইন্স্যুরেন্স ফি এক টাকা অপরিবর্তিত থাকছে।
এদিকে নতুন এই ভাড়া অনুযায়ী এখন থেকে চট্টগ্রামে প্রতি কিলোমিটারে ভাড়া নেওয়া হবে ১২ টাকা। ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে সর্বনিন্ম ভাড়া। অন্যান্য ফি অপরিবর্তিতই থাকছে। আর সিলেটে প্রতি কিলোমিটারে ভাড়া সাড়ে ৬ থেকে বাড়িয়ে সাড়ে ৮ টাকা করা হয়েছে। সর্বনিম্ন ভাড়া ৩০ থেকে বেড়ে হয়েছে ৩৫ টাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।