পেটিকোট ও চাকায় লুকানো ২৫ হাজার ইয়াবাসহ ২ জন গ্রেফতার

আটক

জুমবাংলা ডেস্ক : পেটিকোটের সেলাইয়ের ভেতর এবং ট্রাকের স্পেয়ার চাকায় লুকানো ২৫ হাজার ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার রাজধানীর গোপীবাগ এবং সাভারের হেমায়েতপুরের ঈদগাহ কবরস্থান এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আটক

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ট্রাকচালক মো. আলমগীর (৪০) ও উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় ইয়াবা সরবরাহের মূল সমন্বয়ক মো. শাহজাহান (২৬)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শাহজাহান টেকনাফের ইয়াবা কারবারিদের কাছ থেকে ইয়াবা সংগ্রহ হেমায়েতপুরে তার নিজ ভাড়া বাসায় মজুদ করে থাকেন। পরে রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়সহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার ইয়াবা কারবারিদের কাছে সেই ইয়াবা পাইকারি দামে বিক্রি করেন।

এদিকে টেকনাফ থেকে দেশের বিভিন্ন জেলায় পণ্য পরিবহনের সুবিধার্থে টেকনাফের বিভিন্ন ইয়াবা কারবারিদের সাথে ট্রাকচালক আলমগীরের সখ্য গড়ে ওঠে। টেকনাফের বিভিন্ন ইয়াবা কারবারিদের নির্দেশ মোতাবেক বিভিন্ন জেলায় ইয়াবা পৌঁছে দেয়ায় ছিল তার মূল কাজ। এ কাজের জন্য প্রতি ট্রিপে সে এক থেকে দুই লাখ টাকা পেত।

উত্তরাঞ্চলের কয়েকজন মাদক কারবারি হেমায়েতপুরে অবস্থানরত শাহজাহানের কাছ থেকে ইয়াবা সংগ্রহ করবে, এমন তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শাহজাহানের বিষয়ে তথ্য সংগ্রহ করে এবং তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়।

শাহজাহান টেকনাফ থেকে ইয়াবার একটি চালান আলমগীরের মাধ্যমে সংগ্রহ করবে, এই তথ্যের ভিত্তিতে গোপীবাগে আলমগীরের ট্রাক আটকে তাকে আটক করা হয় ও ট্রাকের স্পেয়ার চাকার টিউবের ভেতর থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

পরে আলমগীরের দেয়া তথ্যমতে হেমায়েতপুরে শাহজাহানের ভাড়া বাসায় অভিযান চালিয়ে পেটিকোটে সেলাই করা অবস্থায় ১৫ হাজার ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।

এমএক্স প্লেয়ারের সবচেয়ে বোল্ড ওয়েব সিরিজ, ভুলেও কারও সামনে দেখবেন না

জিজ্ঞাসাবাদে শাহজাহান জানায়, নারীদের ব্যবহার করে ইয়াবা পাচারের সুবিধার জন্য তারা এ বিশেষ কৌশল অবলম্বন করে থাকে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।