পাতলা স্যুট পরে ভরা মঞ্চে ঝড় তুললো সুনিতা বেবি

সুনিতা বেবি

বিনোদন ডেস্ক : আজকালকার দিনে সোশ্যাল মিডিয়া ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। আসলে ডিজিটাল দুনিয়াতে আট থেকে আশি সকলের কাছেই একদিকে যেমন মোবাইল ফোন রয়েছে ঠিক অন্যদিকে সকলেই ইন্টারনেট পরিষেবা ব্যবহার করে থাকে।

সুনিতা বেবি

এখন বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে দাঁড়িয়েছে সোশ্যাল মিডিয়া। বিভিন্ন ধরনের ভিডিও বা ছবি মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় ভাইরাল হয়। এমনকি আজকাল তো অনেকেই সোশ্যাল মিডিয়ার দৌলতে বিভিন্ন উপায়ে অর্থ উপার্জন করে থাকেন। যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকেন তারা অবশ্যই স্বপ্না চৌধুরীর নামটা শুনেছেন।

আজকের ইন্ডাস্ট্রি সম্বন্ধে অবগত সকলেই স্বপ্না চৌধুরীর নাম অবশ্যই জানেন। সে তাঁর দেশি স্টাইলে ঠুমকা দিয়ে লাখ লাখ নেটিজেনের মন জয় করে নিয়েছে। গোটা ভারতের মধ্যে সিংহভাগ পুরুষ নেটিজেন এই স্বপ্না চৌধুরীর ফ্যান। তবে নতুন করে হরিয়ানভি স্টেজ ডান্স এ জনপ্রিয়তা পাচ্ছেন সুনিতা বেবী। আজকাল অনেক স্টেজ শোতেই দেখা মেলে তাঁর। গানের তালে তাঁর কোমর দোলানো বা কিলার এক্সপ্রেশন এর ফ্যান লাখ লাখ মানুষ। সম্প্রতি সুনিতা বেবির একটি স্টেজ শো ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে।

Mornni Si Chaal | मोरनी सी चाल | Sunita Baby Dance | Latest Haryanvi Folk Song 2021

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে হলুদ রঙের একটি পাতলা স্যুট পরে মঞ্চে গানের তাকে তুমুল নাচ করছেন নৃত্যশিল্পী সুনিতা। তিনি হরিয়ানভি গান “মরনি সি চাল” গানেতে দেশি স্টাইলে নাচ করে ফ্যানদের হৃদস্পন্দন বাড়িয়ে তুলছেন। পাশাপাশি তার কিলার এক্সপ্রেশন মানুষের মন জয় করেছে।

স্টেডিয়ামে নিভল বাতি, জ্বলে উঠলো হাজারও টর্চ!

এই ভিডিওটি স্বপ্ন টিভি নামক একটি ইউটিউব চ্যানেলে আপলোড করা হয় এবং মুহূর্তের মধ্যেই তা জনপ্রিয়তার শিখরে পৌঁছে যায়। ভিডিওতে রীতিমতো লাইক ও কমেন্টের বন্যা বইয়ে দেন নেট নাগরিকরা। ইতিমধ্যেই ভিডিওতে ১৭ হাজার মানুষ লাইক দিয়েছেন।