বিনোদন ডেস্ক : গত দুই বছর ধরে বিশ্বের সবচেয়ে সুদর্শন পুরুষের খেতাব দখলে রেখেছিলেন হলিউড অভিনেতা রবার্ট প্যাটিনসন। তালিকায় সেরা পাঁচে ছিলেন বলিউড অভিনেতা হৃত্বিক রোশনও। তিনি এশিয়ার সবচেয়ে সুদর্শন পুরুষ ছিলেন।
কিন্তু সবই এখন অতীত। কারণ, প্যাটিনসন-হৃত্বিকদের পেছনে ফেলে বিশ্বের সেরা সুদর্শন পুরুষের জায়গাটি দখলে নিয়েছেন কিম তাহিয়ুং নামে এক যুবক। কিন্তু কে এই কিম তাহিয়ুং?
দক্ষিণ কোরিয়ান জনপ্রিয় ব্যান্ড দল ‘বিটিএস’-এর জনপ্রিয়তা তো সারা বিশ্বে। তাহিয়ুং সে দলেরই গায়ক। গানের জগতে যিনি ‘ভি’ নামে সুপরিচিত। সেই কিম তাহিয়ুং ওরফে ‘ভি’ই হয়েছেন এ বছরের অর্থাৎ ২০২২ সালের সবচেয়ে সুদর্শন পুরুষ।
সম্প্রতি ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত সিলাইন ফ্যাশন শোতে দেখা গেছে ২৬ বছর বয়সী ‘বিটিএস’ গায়ককে। সুদর্শন পুরুষের তালিকায় দ্বিতীয় স্থানটি দখল করেছেন ‘ফ্রেন্ডস’ সিরিজ খ্যাত ৫৩ বছর বয়সী মার্কিন তারকা পল রুড। এর আগে ২০২১ সালেও ‘পিপল’স সেক্সিয়েস্ট ম্যান অ্যালাইভ’ পুরস্কার নিজের ঝুলিতে পুরেছিলেন পল।
তৃতীয় স্থানে আছেন হলিউডের আরেক মার্কিন অভিনেতা রবার্ট প্যাটিনসন। যিনি গত দুই বছর ধরে তালিকার প্রথম স্থানে ছিলেন। সুদর্শন পুরুষের চতুর্থ স্থানে আছেন বলিউডের ‘গ্রিক গড’ খ্যাত অভিনেতা হৃত্বিক রোশন। পঞ্চম স্থানে আছেন ইংল্যান্ড দলের সাবেক ফুটবলার ডেভিড বেকহ্যাম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।