বিনোদন ডেস্ক : কণ্ঠশিল্পী পৌলমী গাঙ্গুলি। দুই বাংলায় নিয়মিত গান করছেন। রবীন্দ্রসঙ্গীত থেকে শুরু করে আধুনিক গান। সম্প্রতি ‘বেমিশাল’ নামে তার একটি গান মুক্তি পেয়েছে। গানটির সুর করেছেন শুভদীপ সরকার। শুভদীপের সুরে পৌলমী এর আগেও গান করেছেন। নিজের অফিশিয়াল ইউটিউব চ্যানেলেই নিয়মিত মুক্তি দিচ্ছেন তার গানগুলো।
পৌলমী নিজের মতো করেই আত্মনিমগ্ন হয়ে গাইছেন, গান বাঁধছেন। পৌলমীর গায়কী এরই ভেতরে অগণিত শ্রোতাদের মন জয় করেছে। প্রথা ভাঙা হয়ে একেবারে নিজস্ব ঢঙেই সুরটাকে বিকৃত না করে গান তিনি। তবে বর্তমান সময়ের কারও কারও নাকি কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত বা পাঁচকবির গানের চর্চা নিয়ে ঘোর আপত্তি তার। একইসঙ্গে মিউজিক ইন্ডাস্ট্রির বোলচাল নিয়েও তার কথা রয়েছে।
পৌলমী বলেন, ‘একজন প্রতিষ্ঠিত সঙ্গীতশিল্পী হতে গেলে আপনাকে নাকে নাকে গান গাইতেই হবে। সে যেকোনো গান হতে পারে, রবীন্দ্রনাথ ঠাকুরের গান, কাজী নজরুল ইসলামের গান, লোকগান, বাংলা আধুনিক গান বা হিন্দি চলচ্চিত্রের গান। আর তার সঙ্গে চাই সবাইকে তেল দেওয়ার দক্ষতা। এ জন্মে তো পারলাম না। পারতেও চাই না।’
হঠাৎ কেন এমন অভিমানের সুর? এমন প্রশ্নে পৌলমী বলেন, ‘না এটা কোনো অভিমান নয়। একটা প্রচলিত আক্ষেপ বলতে পারেন। আমরা না একটা অলিখিত দেয়াল ঘিরে রয়েছি। এখন ‘জেন জি’ যুগ চলছে। তাদের কাছে বাংলা গানের চর্চাটা পৌঁছে দেওয়াটা আমাদের চ্যালেঞ্জ হওয়া উচিত। আমিও তাই নতুন গান বাঁধার ক্ষেত্রে, এসব বিষয়ই মাথায় রাখতে চাই।’
পৌলমীর ইচ্ছে, দুই বাংলায় নিয়মিত গানের পাশাপাশি প্লেব্যাকেও নিয়মিত হওয়া। এর পাশাপাশি স্টেজে নিয়মিত গাইছেন তিনি। সর্বশেষ দুর্গা পূজা উপলক্ষে ‘দুজ্ঞা দুজ্ঞা’ গানটি তুমুল জনপ্রিয়তা পায়। তবে গানের নিজস্ব কোনো ধারায় বাঁধা থাকতে চান না তিনি।
পৌলমীর কথায়, ‘একেবারে নিজের ছন্দেই নিজের ভালবাসা থেকেই গানটা করি। প্রতিদিন নিবিষ্ট থাকি রেয়াজে। ঐ সময়টুকু আমার প্রার্থনার সময়। নিজের স্টুডিও বলি বা রেকর্ডিংয়ের জন্য বাইরে যাওয়া, আমি গানটাকেই আজীবনের সঙ্গী হিসেবে করে নিতে চাই।’
তুমুল ব্যস্ত শহর মুম্বাইতে থাকলেও স্টেজ বা রেকর্ডিংয়ের কাজে এ শহর ও শহর কিংবা বাংলাদেশে তার যাতায়াত চলে। চলতি বছরে অনেকগুলো নতুন কাজ করবেন। কিছু ডুয়েট গানও প্রকাশের প্ল্যান রয়েছে তার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।