বিনোদন ডেস্ক : টালিউড অভিনেত্রী পাওলি দাম। ‘আই লাভ ইউ’ সিনেমার মধ্য দিয়ে যেন টালিপাড়ার সঙ্গে সঙ্গে বলিউড যাত্রার দ্বারও খুলে যায় তার। আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে।
অভিনয় ও বোল্ড অবতারে মেলে ধরে প্রমাণ করেছেন তার দক্ষতা। বরাবরই ছকভাঙা চরিত্রে কাজ করতে পছন্দ করেন পাওলি। যেকোনো দিক থেকেই চরিত্রের চ্যালেঞ্জ তিনি গ্রহণ করতে সক্ষম।
সুমিত রাঘবনের সঙ্গে এক সাক্ষাৎকারে পাওলি জানিয়েছিলেন চরিত্র যদি আকর্ষণীয় হয়, তবে তিনি তা গ্রহণ করে থাকেন।
বোল্ড দৃশ্যে অভিনয় করা নিয়ে আলাদা কোনো মনোভাব পোষণ করেন না তিনি। বোল্ড দৃশ্যকে তিনি আলাদা কিছু মনে করেন না। অভিনেত্রী হিসেবে নিজের সেরাটাই তিনি বারবার দিতে চেয়েছেন। তার কথায়, তিনি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করেন বোল্ড দৃশ্যে অভিনয় করতে।
পাওলির ভাষায় বোল্ড দৃশ্যে শুট করতে গেলে অপরজনের সঙ্গে আগে কমফোর্ট হওয়াটা প্রয়োজন, স্বস্তিটা প্রয়োজন, তা সর্বত্র মেলে না। হেইট স্টোরির ক্ষেত্রে ঘটেছিল উল্টোটাই। সবাই বেশ পরিবারের মতোই হয়ে উঠেছিল সেটে। খবর আনন্দ বাজারের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।