বিনোদন ডেস্ক : গুগল তার ২০২৪ সালের ‘ইয়ার ইন সার্চ’ তালিকা প্রকাশ করেছে। সেখানে বিনোদন, ক্রীড়া এবং লাইফস্টাইলের মতো বিভিন্ন ক্ষেত্রের সবচেয়ে বেশি খোঁজা বিষয় ও ব্যক্তিদের নামগুলো তুলে ধরা হয়েছে। সেই গ্লোবাল তালিকায় জনপ্রিয় সেরা দশের মধ্যে তিনজন ভারতীয় স্থান পেয়েছেন।
তবে অবাক করা ব্যাপার হলো তালিকায় ভারতীয়দের মধ্যে শীর্ষে শাহরুখ-আমির-সালমান বা কোনো সুপারস্টারের নাম নেই। যিনি আছেন তিনি হলে দক্ষিণ ভারতের তারকা পবন কল্যাণ। সেরা দশের তালিকায় তিনি দ্বিতীয় স্থানে আছেন। আর ভারতীয়দের মধ্যে সবার শীর্ষে।
পবনের পর তালিকায় থাকা বাকি দুই ভারতীয় তারকা হলেন টিভি অভিনেত্রী হিনা খান এবং বলিউড অভিনেত্রী নির্মাত কৌর।
পবন কল্যাণ তেলেগু সিনেমার জন্য সুপরিচিত। ভারতের অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেতাদের একজন তিনি। ২০২৪ সালে এই তারকা অন্ধ্রপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী হয়েছেন। যা তার প্রতি মানুষের আগ্রহ বাড়াতে সাহায্য করেছে বলে মনে করা হচ্ছে।
ভারতীয় হিসেবে দ্বিতীয় হিনা খান সেরা দশের তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন। তিনি ভারতীয় টেলিভিশনের একজন জনপ্রিয় অভিনেত্রী। ‘রিশতা ক্যা কেহলাতা হ্যাঁ’ এবং ‘কসৌটি জিন্দাগি কা’ সিরিয়ালে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন তিনি। চলতি বছর তার স্তন ক্যান্সার ধরা পড়ে। সেই রোগ মোকাবিলায় তিনি তার সাহসী লড়াইয়ের মাধ্যমে অনেককে অনুপ্রাণিত করেছেন। সেজন্যই তাকে অনেক বেশি খোঁজা হয়েছে বলে মনে করা হচ্ছে।
আরেক তারকা নিম্রত কৌর সেরা দশের মধ্যে অষ্টম স্থানে রয়েছেন। ‘দ্য লাঞ্চবক্স’, ‘দশভি’ এবং ‘এয়ারলিফট’ ছবির জন্য পরিচিত তিনি। ২০২৪ সালে তিনি অভিষেক বচ্চনের সঙ্গে তার গোপন সম্পর্কের গুঞ্জনে শিরোনামে এসেছেন।
২০২৪ সালে গুগলে সবচেয়ে বেশি খোঁজা অভিনয় তারকাদের পূর্ণ তালিকা:
কেট উইন্সলেট (ব্রিটিশ অভিনেত্রী)
পবন কল্যাণ (ভারতীয় অভিনেতা)
অ্যাডাম ব্রোডি (আমেরিকান অভিনেতা)
এলা পুর্নেল (ইংরেজ অভিনেত্রী)
হিনা খান (ভারতীয় অভিনেত্রী)
কিয়েরন কুলকিন (আমেরিকান অভিনেতা)
টেরেন্স হাওয়ার্ড (আমেরিকান অভিনেতা)
নিম্রত কৌর (ভারতীয় অভিনেত্রী)
সাটন ফস্টার (আমেরিকান অভিনেত্রী)
ব্রিগিট বোজ্জো (ভেনেজুয়েলান অভিনেত্রী)
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।