জুমবাংলা ডেস্ক : দেশে প্রথম পরিধানযোগ্য পেমেন্ট ডিভাইস ‘ওয়েরইবিএল’ বাজারে আনলো ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)। পেমেন্ট নেটওয়ার্ক অংশীদার মাস্টারকার্ড এবং ভিসার সহযোগিতায় এই কনট্যাক্টলেস পেমেন্ট সিস্টেম নিয়ে এসেছে ব্যাংকটি।
সোমবার (১১ সেপ্টেম্বর) ব্যাংকটির প্রধান কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওয়েরইবিএল চালু করে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
দেশের প্রথম পরিধানযোগ্য পেমেন্ট ডিভাইস চালুর বিষয়ে ইবিএল-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আলী রেজা ইফতেখার এক প্রেস রিলিজে বলেন,
বাংলাদেশের ব্যাংকিং খাতের বৈশ্বিক ট্রেড এবং প্রযুক্তিকে আত্মস্থ করে নেয়ার সময় এসেছে। কনট্যাক্টলেস পেমেন্ট সিস্টেম তুলনামূলক নতুন হলেও এর অপার সম্ভাবনা রয়েছে। কারণ, ইবিএল তাদের পরিধানযোগ্য সব ডিভাইসের কার্যকারিতা, স্টাইল এবং সহজ ব্যবহারের বিষয়টিকে একীভূত করতে চায়। সেই লক্ষ্যে আমরা বাজারে আরও যুগান্তকারী প্রযুক্তি আনতে প্রতিশ্রুতিবদ্ধ।
ইবিএলের ওয়েবসাইট বলা হয়েছে, কমপ্যাক্ট পেমেন্ট রিং, ফোন হোল্ডার, ফোন গ্রিপ এবং রিস্টব্যান্ড ও কমপ্যাক্ট পোর্টেবল ফব স্লিভে নতুন এই ‘ওয়েরইবিএল’ প্রযুক্তিটি পাওয়া যাবে।
ওয়েরইবিএল ডিভাইস মূলত কনট্যাক্টল্যাস কার্ডের মতোই কাজ করে। যেটি ইবিএল কার্ড অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকবে। এই ডিভাইস ব্যবহার করে লেনদেন করতে একটি কনট্যাক্টল্যাস পেমেন্ট টার্মিনালের কাছে ডিভাইসটি ধরে রাখতে হবে। এতে এনএফসি প্রযুক্তিতে লেনদেন প্রক্রিয়া শুরু হবে। পরে সফলভাবে লেনদেন সম্পন্ন হলে গ্রাহক একটি কনফার্মেশন বার্তা পাবেন।
ওয়েরইবিএল ডিভাইসগুলোর জন্য গ্রাহককে ৫ হাজার টাকা থেকে ১০ হাজার টাকা গুণতে হতে হবে বলে ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে।
ইবিএলের নতুন গ্রাহকের পাশাপাশি বিদ্যমান প্রিমিয়াম ক্যাটাগরির ভিসা এবং মাস্টারকার্ডের ক্রেডিট কার্ডধারীরা (প্ল্যাটিনাম, টাইটানিয়াম, সিগনেচার, ওয়ার্ল্ড অ্যান্ড ইনফিনিট কার্ড) তাদের পছন্দমতো ওয়েরইবিএলের ডিভাইস বেছে নিয়ে প্রি-বুক করতে পারবেন।
ইবিএলের ওয়েবসাইট বলা হয়েছে, আজকের দ্রুত গতির বিশ্বে সময় অত্যন্ত মূল্যবান এবং সুবিধাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই গ্রাহকের দৈনন্দিন জীবনে নিরবচ্ছিন্ন লেনদেনের কথা চিন্তা করে ওয়েরইবিএল ডিজাইন করা হয়েছে। লেনদেনের জন্য এটি একটি ঝামেলামুক্ত, নিরাপদ এবং দক্ষ মাধ্যম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।