পিসি পরিষ্কারে মাইক্রোসফটের নতুন অ্যাপ

মাইক্রোসফট

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : মাইক্রোসফট এমন একটি অ্যাপ আনতে যাচ্ছে যা পিসি পরিষ্কারের পাশাপাশি পারফরম্যান্সেও গতি আনবে। মাইক্রোসফটের অ্যাপটির নাম ‘পিসি ম্যানেজার’। আপাতত অ্যাপটি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালানো হচ্ছে। কম্পিউটারের কোনো সমস্যা শনাক্ত করা, আবর্জনা পরিষ্কার করা, ভাইরাস শনাক্তের কাজ করবে অ্যাপটি।

মাইক্রোসফট

এ ছাড়া ডিপ ক্লিনের আওতায় সিস্টেম স্টোরেজ স্পেস পরিষ্কার করে কম্পিউটারের স্টোরেজ স্পেস খালি করে বিশাল বিশাল ফাইল রাখার সুযোগ দেবে। এতে কম্পিউটারের পারফরম্যান্সের গতি বাড়বে। মাইক্রোসফটের ওয়েবসাইটে অ্যাপটির বেটা সংস্করণ শনাক্ত করেছে সংবাদ মাধ্যম ‘দ্য ভার্জ’।

আশ্রমকেও টেক্কা দেবে এই ওয়েব সিরিজ, ভুলেও কারও সামনে দেখবেন না

তবে সব ব্যবহারকারীর জন্য অ্যাপটি উন্মুক্ত করা হবে কি না তা এখনো জানা যায়নি। মাইক্রোসফট স্টোরে একই ধরনের বেশ কয়েকটি অ্যাপ আছে। এর মধ্যে দুটি হলো সিক্লিনার ও ক্লিন মাস্টার। সূত্র : দ্য ভার্জ