জুমবাংলা ডেস্ক : যশোর সদর উপজেলা পরিষদের ভোট শান্তিপূর্ণ পরিবেশে চলছে। সোমবার (৫ জুন) সকাল ৮টা থেকে ইভিএমে (ইলেকট্রনিক ভোটিং মেশিন) ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে চলবে বিকাল ৪ টা পর্যন্ত। নির্বাচনে চেয়ারম্যান পদে ৮, ভাইস চেয়ারম্যান পদে ৫ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। শান্তিপূর্ণ পরিবেশে ভোট অনুষ্ঠিত হলেও কেন্দ্রে ভোটারের উপস্থিতি কম লক্ষ্য করা গেছে।
রিটার্নিং কর্মকর্তা আব্দুর রশিদ জানান, সদরের ১টি পৌরসভা ও ১৫টি ইউনিয়নের ২১৯টি ভোট কেন্দ্রে ১৭৫৬ কক্ষে ভোটগ্রহণ চলছে। ভোটে ২১৯ প্রিজাইডিং অফিসার, ১৭৫৬ সহকারী প্রিজাইডিং অফিসার ও ৩৫১২ পোলিং অফিসার দায়িত্ব পালন করছেন।
যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের জন্য ৩৩৫০ আনসার সদস্য, ২১০০ পুলিশ সদস্য, ৪ প্লাটুন বিজিবি ও র্যাবের ৪টি টিম দায়িত্ব পালন করছে। সেই সাথে নিয়োজিত রয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১৮টি ভ্রাম্যমাণ আদালত। এরা মধ্যে ১৫টি ইউনিয়নে ১৩টি ও পৌরসভায় ৩টি ভ্রাম্যমাণ আদালতের টিম দায়িত্ব পালন করছে।
নির্বাচনকে ঘিরে নিশ্চিদ্র নিরাপত্তা বলয়ে রয়েছে আইনশৃঙ্খলাবাহিনী।
উল্লেখ্য, নির্বাচনে ১৬ প্রার্থীর মধ্যে চেয়ারম্যান পদে মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী (আনারস), মোহিত কুমার নাথ (শালিক), আনোয়ার হোসেন বিপুল (দোয়াত কলম), ফাতেমা আনোয়ার (ঘোড়া), তৌহিদ চাকলাদার ফন্টু (মোটরসাইকেল), শাহারুল ইসলাম (জোড়া ফুল), শফিকুল ইসলাম জুয়েল (কাপ পিরিচ) ও আ.ন.ম আরিুফুল ইসলাম হীরা (হেলিকপ্টার) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
পুরুষ ভাইস চেয়ারম্যান পদে কামাল খান পর্বত (তালা), মনিরুজ্জামান (উড়োজাহাজ), শাহজাহান কবীর শিপলু (চশমা), শেখ জাহিদুর রহমান (বৈদ্যুতি বাল্ব) ও সুলতান মাহমুদ বিপুল (টিউবওয়েল) প্রতীক
মহিলা ভাইস চেয়ারম্যান পদে শিল্পী খাতুন (হাঁস), বাশিনুর নাহার (ফুটবল) ও জ্যোৎস্না আরা মিলি (কলস) প্রতীক নিয়ে ভোট যুদ্ধে মাঠে রয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।