লাইফস্টাইল ডেস্ক : সোশাল মিডিয়ার কল্যাণে পার্সোনালিটি টেস্ট ব্যাপারটা খুবই জনপ্রিয়। অনেকেই নিজেকে জানতে, নিজেকে চিনতে বা কাছের মানুষের হাভভাব বুঝতে অনেকেই ট্রাই করেন এই পার্সোনালিটি টেস্ট। যেখানে কারও ওঠা, বসা, হাঁটাচলা, কথা বলার মধ্যে দিয়ে ধরা পড়ে মানুষটি কেমন। তবে এর বাইরেও রয়েছে আরেক পদ্ধতি। আপনি কীভাবে কলম ধরছেন, তা দেখেই বোঝা যাবে আপনি কী ধরনের মানুষ। কীভাবে? জেনে নিন
যাঁরা বুড়ো আঙুল ও তর্জনীর মধ্যে কলম ধরে লেখালেখি করেন, তাঁরা সাধারণত খুবই হালকা ধরনের মানুষ হন। সব সময় খুশির মেজাজে থাকেন। তবে তাঁদের চিন্তাধারা খুবই তীক্ষ্ণ হয়। যে বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে ভালবাসেন।
যাঁরা তর্জনী ও মধ্যমার মধ্যে কলম রেখে লেখালেখি করেন, তাঁরা খুবই দয়ালু মানুষ হন। জীবনকে উপভোগ করতে পছন্দ করেন। খুব ভাল প্রেমিক হন তাঁরা। শুধু তাই নয়, তাঁরা নানারকম গুঞ্জন থেকে দূরেই রাখেন নিজেকে। মানুষকে সম্মানও করেন এবং আশা করেন যাতে মানুষ তাঁদেরকে সম্মান করে।
যাঁরা পেন ধরার সময় হাতের আঙুলের উপর কলমের অংশ কিছুটা রেখে লেখালেখি করেন, তাঁরা খুবই আবেগপ্রবণ মানুষ হন। তাঁরা কোনও একটি বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তাভাবনাও করে থাকেন। কেউ যদি তাঁদের সঙ্গে খুব ভালভাবে মিশে যান, তাহলে তাঁকেই মনের সব কথা বলে দেন। অতিরিক্ত আবেগপ্রবণ হওয়ায় এরা বিপদেও পড়েন।
যাঁরা হাতের মুঠোর মতো করে কলম ধরে লেখালেখি করেন, তাঁরা সাধারণত রহস্যময় হয়ে থাকে। নিজেকে সবার কাছে গোপন রাখতেই পছন্দ করেন তাঁরা। এমনকী, সবাইকে সন্দেহ করার প্রবণতাও দেখা যায় তাঁদের মধ্যে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।