সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : মানিকগঞ্জ-২ আসনের সিংগাইর পৌর এলাকায় নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে নৌকা প্রতীকের নির্বাচনী প্রচারণায় খিচুড়ির আয়োজন করায় আয়োজনকারীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যার পর সিংগাইর পৌরসভার ৬নং ওয়ার্ডের আঙ্গারিয়া এলাকায় এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা রেভিনিউ কালেক্টর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ।
জরিমানাকৃত নৌকার কর্মী বাবুল হোসেন ভুট্টু সিংগাইর পৌরসভার আঙ্গারিয়া এলাকার মৃত ইসমাইল হোসেনের ছেলে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ জানান, নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে নির্বাচনী প্রচারণার সময় খিচুড়ির আয়োজন চলাকালীন সময়ে আয়োজনকারীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় ৮০০ পেকেট খাবার (খিচুড়ি) জব্দ করা হয়েছে এবং সেগুলো বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় দেওয়ার জন্য সিংগাইর উপজেলা সমাজ সেবা অফিসে হস্তান্তর করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল কাইয়ুম উপস্থিত ছিলেন। অভিযানে সহযোগিতা করেন সিংগাইর থানা পুলিশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।