জুমবাংলা ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৭ টাকার একটি ওষুধ ৩৫০ টাকা দাবি করার দায়ে শহরের জান্নাত ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী বুধবার দুপুর দেড়টার দিকে শহরের কুমারশীল এলাকার জান্নাত ফার্মেসিতে অভিযান চালিয়ে এই জরিমানা করেন।
এ ব্যাপারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভীর সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক) থেকে জানা যায়, কুমারশীল মোড় এলাকার জান্নাত ফার্মেসিতে রাত ১২টার দিকে একজন ভোক্তা জরুরি প্রয়োজনীয় একটি দেশীয় ওষুধ (ইনজেকশন) ক্রয় করতে যায়। যার বাজার মূল্য সাড়ে ৭ টাকা। কিন্তু ফার্মেসির মালিক ৩৫০ টাকা দাবি করেন। রাতে প্রায় ফার্মেসি বন্ধ থাকায় ফার্মেসির মালিক ভোক্তার কাছ থেকে এই অন্যায্য দাবি করেন। পরে বিষয়টি ভোক্তা তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে শেয়ার করলে জনসাধারণের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়।
তিনি জানান, ঘটনার সত্যতা যাচাই করতে দুপুরে জান্নাত ফার্মেসিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় ফার্মেসির মালিক মোতাহার হোসেন তার বিরুদ্ধে আনিত অভিযোগ স্বীকার করেন এবং ভবিষ্যতে এ ধরনের কাজ করবেন না বলে প্রতিজ্ঞা করেন। অভিযান পরিচালনাকালে বিক্রয়রত অবস্থায় অন্যান্য ক্রেতাদের কাছ থেকে বিদেশি ওষুধ বিক্রয় ম্যামো ব্যতীত বিক্রয় করতে দেখা যায়। মূলত ওষুধের গায়ের মূল্যের চাইতে অধিক মূল্য গ্রহণের উদ্দেশ্যে বিক্রয় ম্যামো সরবরাহ করছিলেন না।
অভিযানকালে উক্ত প্রতিষ্ঠানে আরও অন্যান্য ক্রেতাগণ কৃত্তিম সংকটকালে অধিক মূল্যে ওষধ বিক্রয়ের অভিযোগ করেন। পরে জান্নাত ফার্মেসিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ৪০ হাজার টাকা জরিমানা করেন। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।