বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : এবার সংরক্ষণের জন্য পেনশনারের ছবি, নাম, পেনশন আইডি ও নিবন্ধনের তারিখ সংবলিত সর্বজনীন পেনশন আইডি কার্ড সংগ্রহ করা যাবে। সম্প্রতি সর্বজনীন পেনশন আইডি কার্ড ডাউনলোড ও প্রিন্ট করার সুবিধা দিয়েছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ। কার্ডটিতে পেনশনার লগইনের জন্য একটি কিউআর কোডও দেওয়া আছে। যেটি স্ক্যান করে পেনশনার খুব সহজেই তার ড্যাশবোর্ডে লগইন করতে পারবেন।
সর্বজনীন পেনশন আইডি কার্ড ডাউনলোড করার পদ্ধতি
প্রথমে জাতীয় পেনশন কর্তৃপক্ষের সাইটে https://www.upension.gov.bd/ যেতে হবে। তারপর ডান পাশের উপরে লগইন বাটনে ক্লিক করতে হবে। ‘লগইন করুন’ উইন্ডো ওপেন হবে। এখানে ১৩ সংখ্যার পেনশন আইডি, পাসওয়ার্ড ও ক্যাপচা দিয়ে ‘লগইন করুন’ বাটনে ক্লিক করতে হবে।
ড্যাশবোর্ড পেজ চালু হবে। এখানের বাম পাশের ব্যক্তিগত ড্যাশবোর্ড মেনু পেজে পেনশনারের ছবি, নাম, পেনশন আইডি, ইউজার আইডি ও স্কিম সম্পর্কে তথ্য পাওয়া যাবে। এই পেজে পেনশনারের ছবির নিচে সবুজ রঙের পেনশন আইডির একটি নতুন বাটন যুক্ত হয়েছে।
এবার ‘আপনার সর্বজনীন পেনশন আইডি কার্ড ডাউনলোড করুন এবং কার্ডের কপি প্রিন্ট করে সংরক্ষণ করুন’ বাটনে ক্লিক করে পেনশন আইডি কার্ডটি সেভ করা যাবে কিংবা প্রিন্টও করা যাবে। তবে এটি পিডিএফ ফরম্যাটে সেভ হবে।
উল্লেখ্য, সর্বজনীন পেনশন প্রকল্পে নতুন করে চালু করা হয়েছে ‘প্রত্যয়’ নামের একটি স্কিম। এনিয়ে এই প্রকল্পে স্কিমের সংখ্যা দাঁড়াল পাঁচটিতে। আগামী ১ জুলাই ও তার পরে যারা স্ব-শাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ বা সমজাতীয় সংস্থা এবং তাদের অধীনস্থ অঙ্গ প্রতিষ্ঠানে যোগদান করবেন তাদেরকে এই স্কিমের অন্তর্ভুক্ত করেছে সরকার।
মা হওয়ার ক্ষমতা ছিলোনা স্ত্রীর, যেভাবে বাবা হয়েছিলেন মুকেশ আম্বানি
এর আগে সর্বজনীন পেনশন প্রকল্পে প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রবাস, বেসরকারি কর্মচারী/প্রতিষ্ঠানের জন্য প্রগতি, স্বকর্ম ও অ-প্রাতিষ্ঠানিক কর্মীদের জন্য সুরক্ষা এবং স্বল্প আয়ের ব্যক্তি সমতা নামের চারটি স্কিম চালু আছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।