জুমবাংলা ডেস্ক : বাংলাদেশে প্রথমবারের মতো চালু হল সর্বজনীন পেনশন স্কিম। সরকারিভাবে পেনশন স্কিমের ব্যবস্থাপনা করা হবে। এই স্কিমের আওতায় সরকারি চাকুরীজীবী ব্যতীত দেশের সকল নাগরিক পেনশন সুবিধার অন্তর্ভুক্ত হল। কারো বয়স ১৮ বছরের বেশি হলেই এখন অনলাইনে নিবন্ধন করতে পারবেন।
পেনশন-ব্যবস্থা নিয়ে জাতীয় পেনশন কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটে সচরাচর জিজ্ঞাসিত কিছু প্রশ্ন এবং সেগুলোর উত্তর তুলে ধরেছে। সেগুলো জুমবাংলা নিউজ পাঠকদের জন্য তুলে ধরা হলো-
প্রশ্ন: সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীগণ সর্বজনীন পেনশন স্কিমে অংশ নিতে পারবেন কিনা?
উত্তর: সরকারি গেজেট প্রজ্ঞাপন জারির পূর্বে সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীগণ সরকারি পেনশন স্কিমে অংশগ্রহণ করতে পারবেন না।
প্রশ্ন: পেনশন স্কিমে মুনাফাসহ বৎসর শেষে কত টাকা জমা হলো চাঁদাদাতা কিভাবে জানতে পারবে?
উত্তর: চাঁদাদাতা তার পেনশন আইডি দিয়ে Universal Pension সিস্টেমে প্রবেশ করে সহজেই বৎসর শেষে মুনাফাসহ জমাকৃত টাকার পরিমাণ সম্পর্কিত তথ্য জানতে পারবেন।
প্রশ্ন: চাকরি পরিবর্তন করলে নতুন পেনশন নম্বর গ্রহণ করতে হবে কিনা?
উত্তর: চাকরি পরিবর্তন করলে নতুন পেনশন নম্বর গ্রহণ করতে হবে না। শুধু জাতীয় পেনশন কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।
প্রশ্ন: চাঁদা দাতার বয়স ৬০ বছর হওয়ার পর তিনি কিভাবে পেনশন পাবে?
উত্তর: চাঁদা দাতার বয়স ৬০ বছর হওয়ার পর তার ব্যাংক হিসাবে অথবা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের মাধ্যমে মাসিক পেনশন প্রদান করা হবে।
প্রশ্ন: শুধু অনলাইন রেজিস্ট্রেশন করলেই পেনশন স্কিমে অংশগ্রহণ করা যাবে না কি হার্ডকপি জমা দিতে হবে?
উত্তর: হার্ড কপি জমা দেওয়ার প্রয়োজন হবে না। শুধু অনলাইনে রেজিস্ট্রেশন করে মাসিক টাকা জমা দিলেই হবে।
প্রশ্ন: গৃহিনীগণ কোন স্কিমে অংশ নিতে পারবেন?
উত্তর: গৃহিনীগণ স্বকর্মে নিয়োজিতদের জন্য প্রযোজ্য সুরক্ষা স্কিমে অংশ নিতে পারবেন।
প্রশ্ন: প্রবাস স্কিমে পাসপোর্ট নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করার পর কত দিনের মধ্যে এনআইডি জমা দিতে হবে?
উত্তর: এনআইডি তৈরীতে যুক্তিগতভাবে সে সময়ের প্রয়োজন হবে সেই সময়কালের মধ্যেই এনআইডি জমা দিতে হবে।
প্রশ্ন: জাতীয় পেনশন কর্তৃপক্ষের যাবতীয় ব্যয় কি স্কিমে অংশগ্রহণকারীগণ কর্তৃক জমাকৃত টাকা দিয়ে মেটানো হবে?
উত্তর: না, জাতীয় পেনশন কর্তৃপক্ষের যাবতীয় ব্যয় সরকার বহন করবে।
প্রশ্ন: কোন ব্যক্তির কাছে মাসিক চাঁদার টাকা নগদ জমা দেয়া যাবে কি না?
উত্তর: না, কোন ব্যক্তির কাছে চাঁদার টাকা নগদ জমা দেয়া যাবে না। ব্যাংক,ডেবিট বা ক্রেডিট কার্ড এবং মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের মাধ্যমে চাঁদার টাকা জমা দেয়া যাবে।
প্রশ্ন: পেনশন স্কিমে জমাকৃত টাকার গ্যারান্টর কে হবেন?
উত্তর: জাতীয় পেনশন কর্তৃপক্ষ একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান হওয়ায় সরকারই জমাকৃত টাকার গ্যারান্টর।
পাকিস্তানিরাও জানেন না ভারতের ১০০ টাকা সমান পাকিস্তানের কত টাকা
প্রশ্ন: চাঁদাদাতা এবং মনোনীত নমিনি বা নমিনিগণ মেয়াদ পুর্তির আগে মারা গেলে জমাকৃত টাকা কে পাবে?
উত্তর: সংশ্লিষ্ট স্থানীয় সরকার প্রতিষ্ঠান প্রদত্ত ও উত্তরাধিকার সনদের ভিত্তিতে উত্তরাধিকারী নির্ধারণ করে জমাকৃত টাকা মুনাফাসহ তাকে/তাদেরকে প্রদান করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।