আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে রুশ আগ্রাসন নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে আলোচনার সময় আবেগপ্রবণ হয়ে পড়েন পেন্টাগনের মুখপাত্র জন কিরবি। পরে আবেগপ্রবণ হয়ে পড়ার জন্য ক্ষমা চান তিনি। বিবিসি শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন।
কিরবি এর আগে বলেছিলেন যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পদক্ষেপগুলো ‘শীতলতম এবং সবচেয়ে নিকৃষ্ট ধরণের বর্বরতা’।
এদিকে, ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, দোনেস্ক এবং লুহানস্ক অঞ্চল নিয়ে গঠিত পূর্ব দোনবাস অঞ্চলের কিছু অংশে অগ্রসর হওয়ার জন্য রাশিয়ান বাহিনীর প্রচেষ্টাকে প্রতিহত করে যাচ্ছে তারা।
ইউক্রেনের সেনাবাহিনী আরও জানায়, লুহানস্কের দুটি শহর – রুবিঝন এবং পোপাসনা সম্পূর্ণ দখলের জন্য যুদ্ধ অব্যাহত রেখেছে রুশ বাহিনী।
উত্তর-পূর্বে খারকিভ অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ যুদ্ধক্ষেত্র ইজিয়ুম শহরের চারপাশের এলাকায় রুশ বাহিনী নিজেদের শক্তিবৃদ্ধি করছে বলেও ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে।
এদিকে রাশিয়া জানিয়েছে, রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় গোলাবারুদ এবং জ্বালানির গুদামসহ বেশ কয়েকটি ইউক্রেনের সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।