জুমবাংলা ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়িতে ম্যানহোলে নেমে বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার (২৯ জুলাই) দুপুরে যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ-সংলগ্ন মসজিদের পাশে ম্যানহোল থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আলামিন (৩৫) ও সাইফুল ইসলাম (৫৫) রাজধানীর সায়দাবাদ এলাকায় থাকতেন। তারা ওয়াসায় সুইপারের কাজ করতেন।
ফায়ার সার্ভিসের পোস্তগোলা স্টেশনের লিডার নুরুল ইসলাম জানান, ম্যানহোলের সুয়ারেজ লাইন পরিষ্কার করতে নেমে অচেতন হয়ে তাদের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস তাদের লাশ উদ্ধার করে। ম্যানহোলের বিষাক্ত গ্যাসে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
জানা গেছে, চুক্তিতে ওয়াসার বিভিন্ন ময়লা পরিষ্কারের কাজ নেন ঠিকাদার মো. কাইয়ুম। তিনি দিনমজুরের মাধ্যমে সুইপার দিয়ে সেই কাজ করান। সকালে ৬ জন সুইপার নিয়ে তারা সেখানে কাজে যান। বিষাক্ত গ্যাস বের করতে ম্যানহোলের ঢাকনাটি আড়াই ঘণ্টা খুলে রাখা হয়।
এরপর সাইফুল প্রথমে ম্যানহোলের ভেতরে নামেন। সেখানে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধারে নাকে-মুখে গামছা বেঁধে আলামিন সেখানে নামেন। কিন্তু আলামিনও অসুস্থ হয়ে গেলে সঙ্গে সঙ্গে পুলিশ এবং ফায়ার সার্ভিসে খবর দেন।
তবে ঘটনাস্থলে উপস্থিত অনেকেই জানান, ঢাকনা অর্ধেক খুলে অপেক্ষা না করেই তারা নেমে পড়েন। ফলে এই বিষাক্ত গ্যাসে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা যাচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।