জুমবাংলা ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ঐতিহ্যবাহী খরমপুর কেল্লা শহীদের মাজারে রেললাইন হয়ে আসার পথে রেল সেতু থেকে ছিটকে পড়ে ও ট্রেনের ধাক্কায় দুই মাজার ভক্তের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে ঢাকা-সিলেট রেলপথের আখাউড়া খরমপুর এলাকায় এই ঘটনা ঘটে।
এর মধ্যে একজনের নাম-পরিচয় পাওয়া গেছে। তার নাম শুক্কুর মিয়া (৫৫)। বাড়ি নরসিংদী জেলার মাধবদী উপজেলার দোয়ারি গ্রামে। বাবার নাম গাজী মিয়া।
আখাউড়া রেলওয়ে জংশন থানার ওসি জসিম উদ্দিন খন্দকার জানান, বৃহস্পতিবার থেকে খরমপুর কেল্লা শাহের মাজারে বার্ষিক ওরস শুরু হয়েছে। সেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্ত আশেকান এসেছেন। এরই অংশ হিসেবে তারা রেললাইন ধরে পায়ে হেঁটে খরমপুর মাজারের দিকে যাচ্ছিলেন।
তিনি জানান, এ সময় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী পারাবত এক্সপ্রেস ট্রেনে দ্রুত চলে আসে। ট্রেন দেখে শুক্কুর মিয়া রেল সেতু থেকে তিতাস নদীতে ঝাঁপ দেন। আরেকজন ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে নদীতে পড়ে যান। দুই জনই মারা গেছেন।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, আখাউড়া রেলওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এর মধ্যে একজনের নাম পরিচয় পাওয়া গেছে। এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার রোধে রেলওয়ে পুলিশের পক্ষ থেকে সচেতনতার পাশাপাশি আরও তৎপরতা বাড়ানো হয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার থেকে আখাউড়া খরমপুর মাজারে বার্ষিক ওরস শুরু হয়েছে। সোমবার (১৪ আগস্ট) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ওরস শেষ হবে। সেখানে লাখো লোকের সমাগম হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।