এআইয়ের কাছে হেরে গেল মানুষ!

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : আবিষ্কারের পর থেকেই বিভিন্ন খাতে ব্যাপক উন্নতির ছাপ রাখছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। গত কয়েক বছরে এই উৎকর্ষতা একটু বেশিই ছিল। এর পেছনে অবশ্য বিজ্ঞানের অগ্রগতিই বেশি ভূমিকা রেখেছে। তবে এবার এআই যা করল, তা মানুষের মধ্যে তৈরি করেছে নতুন শঙ্কা।

সম্প্রতি এক প্রতিযোগিতায় বিশ্বচ্যাম্পিয়ন পাইলটদের হারিয়ে দিয়েছে এআই। গার্ডিয়ানের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, বিশ্বের বাঘা বাঘা ড্রোন চালকের সঙ্গে প্রতিযোগিতা করে জুরিখ বিশ্ববিদ্যালয়ের গবেষকদের বানানো এআই ড্রোন চালক।

প্রতিযোগিতার ফল দেখে তাজ্জব বনে যান সবাই। ২৫ টি প্রতিযোগিতার মধ্যে ১৫টিতেই জিতে যায় এআই ড্রোন চালক। ঘণ্টায় ৮০ কিলোমিটারের বেশি গতিতে চলেছিল এই ড্রোন। এমনকি কিছু বস্তুও বহন করেছে।

এই প্রতিযোগিতা নিয়ে সম্প্রতি প্রতিবেদন প্রকাশ করেছে সাময়িকী নেচার। প্রতিযোগিতার সঙ্গে যুক্ত গবেষক ইলিয়া কাউফম্যান বলেন, এই ফল বিশ্বাস করার মতো না। এই প্রথম মানুষ ও এআইয়ের প্রতিযোগিতায় হেরে গেছে মানুষ।

প্রতিযোগিতায় নামার আগে এক সপ্তাহ অনুশীলন করার সুযোগ পেয়েছিলেন বিশ্বের সেরা সব পাইলট। এরপরও হেরে যেতে হলো এআইয়ের কাছে।