বিনোদন ডেস্ক : এ বছর এপ্রিলে আড়াই দশক পূর্ণ হলো জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীনের। এ ব্যান্ডের গানজুড়ে বরাবরই উঠে এসেছে নাগরিক জীবনের প্রতিধ্বনি। ‘ক্যাফেটেরিয়া’, ‘হাসিমুখ’, ‘চিঠি’, ‘বন্ধ জানালা’র মতো গানগুলো বিপুল জনপ্রিয়তা পেয়েছে শ্রোতাদের কাছে। দীর্ঘ নয় বছর অপেক্ষার পর ১৯ মে রিলিজ পেতে যাচ্ছে ব্যান্ডটির ষষ্ঠ অ্যালবাম ‘পারফিউম’। গত মঙ্গলবার রিলিজ হলো নতুন অ্যালবামটির টাইটেল ট্র্যাকের টিজার।
এরই মধ্যে অ্যালবামের অন্য গানগুলো শিরোনামহীনের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে। সম্প্রতি পারফিউম গানটির মিউজিক ভিডিওর টিজার প্রকাশ হতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শিরোনামহীনের ভক্তদের মধ্যে তুমুল উত্তেজনা দেখা যায়। ৫৫ সেকেন্ডের টিজারটি থেকে একটি বিষয় স্পষ্ট, নতুন গানটি হতে চলেছে গ্রিক পুরাণ আশ্রিত। টিজারের দ্বিতীয় দৃশ্যে ইকারাসের আদলে একটি চরিত্র দেখা যায়। গ্রিক পুরাণ অনুযায়ী, ডিডেলাসের ছেলে ইকারাস পিঠে মোমের পাখা বেঁধে ওড়ার সময় সূর্যের খুব কাছে চলে গিয়েছিলেন। সূর্যের আলোর তাপে মোমের পাখা গলে যায় ও তাঁর মৃত্যু হয়।
এছাড়া টিজারটিতে দেখা যায় গ্রিক দেবতা পোসাইডন ও মেডুসাকেও। পুরাণ অনুযায়ী, চুলের বদলে জীবন্ত বিষধর সাপ থাকত মেডুসার মাথায়। তার চোখের দিকে কেউ তাকালে সে পাথরে পরিণত হতো। ব্যান্ডটির সদস্যদেরও দেখা গিয়েছে গ্রিক পুরাণের বিভিন্ন চরিত্রের সাজে।
গানের কথাগুলো থেকে গ্রিক পুরাণের প্রভাব আরো স্পষ্টরূপে বোঝা যায়। গানে বলা হচ্ছে—
‘যখন গ্রিক মিথোলজির ডানায়
পাখি হয়ে যায় সুবর্ণ সুবাস
প্রেয়সী, সাইক্লোন তুলে পারফিউম ছড়িয়ে
তাজা নিঃশ্বাস
প্যারেডগ্রাউন্ড জুড়ে নীরবতা, অলস ম্যাগপাই
শীতল ম্যাগনোলিয়া ঝরে অযথাই।’
শিরোনামহীনের শহুরে গল্পগাথা থেকে বেরিয়ে এসে গ্রিক পুরাণ আশ্রিত গানটির আয়োজন এরই মধ্যে ভক্তদের মধ্যে সাড়া ফেলেছে। গানটির কথা, সুর, ভিডিও স্টোরি ও পরিচালনা করেছেন ব্যান্ডটির দলনেতা জিয়াউর রহমান।
প্রসঙ্গত, ২৫ বছর পূর্তি উপলক্ষে ২৬ মে বসুন্ধরায় একটি অনুষ্ঠানের আয়োজন করেছে শিরোনামহীন। শিরোনামহীনের জনপ্রিয় গানগুলো ভারতের মুম্বাই সিম্ফোনি অর্কেস্ট্রার সংগীতায়োজনে পারফর্ম করবে ব্যান্ডটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।