বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : প্রচলিত ৩গুণ জুমের টেলিফটো ক্যামেরাসহ অন্যান্য ছোট সেন্সরের ফোন স্বয়ংক্রিয়ভাবে প্রধান ক্যামেরায় চলে যাবে ও ডিজিটাল জুমের উপর নির্ভর করবে। নতুন ফোন নিয়ে বড়াই করছে রিয়েলমি। তাদের নতুন মাঝারি দামের ফোনে থাকবে ‘আইফোন ১৫ প্রোর চেয়ে দ্বিগুণেরও বড়’ সেন্সর।

রিয়েলমি ১২ প্রো প্লাস নামের ফোনটিতে আরও থাকবে অপটিক্যাল স্ট্যাবিলাইজেশনসহ একটি ৩গুণ জুম ওয়ালা পেরিস্কোপ লেন্স, যা এর দামের বিভাগে এই প্রথম।
এ ছাড়াও, এ মাসের শেষে উন্মোচনের অপেক্ষায় থাকা ফোনটিতে বড় সেন্সর থাকার ফলে কম আলোতেও ‘ভালো এক্সপোজার’ মিলবে তোলা ছবিতে।
ফোনটির নকশা করেছেন সুইস ঘড়ি নকশাকার অলিভিয়ের সাভিও। সুন্দর পালিশ করা সানবার্স্ট ডায়ালের চারপাশে সোনালি বেজেল দিয়ে মোড়া এটি। পাশাপাশি, কৃত্রিম চামড়ার ওপরে একটি জুবিলি ব্রেসলেট দিয়ে এর নকশা সম্পূর্ণ করা হয়েছে, যা পাওয়া যাবে নীল বা সাদা রঙে।
এই ফোনটিকে প্রতিবেদনে ‘ক্যান্ডিবার’ বলে আখ্যা দিয়েছে প্রযুক্তি বিষয়ক সাইট এনগ্যাজেট।
ফোনের পেরিস্কোপ জুম ক্যামেরায় রয়েছে একটি ৬৪ মেগাপিক্সেল অমনিভিসন ওভি৬৪বি সেন্সর, যা আকারে আধা ইঞ্চি। রিয়েলমি বলছে, আইফোন ১৫ প্রো’র ১২ মেগাপিক্সেল ও স্যামসাং গ্যালাক্সি এস২৩ আল্ট্রা’র ১০ মেগাপিক্সেল ৩গুণ জুমসহ লেন্সের তুলনায় এ ফোনের সেন্সর কমপক্ষে দুই দশমিক ছয় গুণ বড়। এ কারণে, এই ক্যামেরা এক দশমিক আট গুণ বেশি আলো ধরতে পারে।
তবে, টেলিফটো ক্যামেরা ফ্ল্যাগশিপ ফোনে খুব বেশি গুরুত্ব পায় না বলেই উল্লেখ রয়েছে প্রতিবেদনে।
প্রচলিত ৩গুণ জুমের টেলিফটো ক্যামেরাসহ অন্যান্য ছোট সেন্সরের ফোন স্বয়ংক্রিয়ভাবে প্রধান ক্যামেরায় চলে যাবে ও ডিজিটাল জুমের উপর নির্ভর করবে।
তবে, এই ক্যামেরাটি কতোটা অন্ধকারে ছবি তুলতে পারবে তার একটি সীমা এখনও রয়েছে। ব্যবহারকারীরা আরও দারুণ ছবির জন্য সম্ভবত এর চেয়েও বড় সেন্সরসহ একটি ফ্ল্যাগশিপ-লেভেলের ৩গুণ জুম সমৃদ্ধ পেরিস্কোপ ক্যামেরা চাইবেন বলে লিখেছে এনগ্যাজেট।
১২ প্রো প্লাস ফোনটিতে রয়েছে একটি ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা। এতে রয়েছে একটি ১ বাই ১ দশমিক ৫৬ ইঞ্চি সনি আইএমএক্স৮৯০ সেন্সর, যেমনটি দেখা যায় ওয়ান প্লাস ১১-এ। পাশাপাশি, ক্যামেরাটিতে থাকছে এফ/১ দশমিক ৮ অ্যাপারচার ও অপটিক্যাল স্ট্যাবিলাইজেশন।
এই ফোনে দশমিক ৬গুণ জুমসহ একটি আল্ট্রা-ওয়াইড ক্যামেরাও রয়েছে। তবে, এ বিষয়ে কোনো বিস্তারিত প্রকাশ করেনি রিয়েলমি।
একইভাবে, এই ফোনে কোয়ালকমে’র ঠিক কোন মিড রেঞ্জ প্রসেসর রয়েছে সেটি প্রকাশ করেনি এই চীনা ব্র্যান্ড। তবে, এই প্রসেসর রিয়েলমির ‘মাস্টারশট অ্যালগরিদম’ নামের পরিচিত কম্পিইউটেশনাল ফটোগ্রাফির ক্ষমতা চালু করার জন্য বিশেষভাবে কাস্টমাইজ করা হয়েছে।
এই প্রযুক্তিই ‘র’ ফরম্যাটের ছবি প্রসেস বা এডিট করতে পারে, যে সুবিধা এখন পর্যন্ত একচেটিয়েভাবে রয়েছে শুধু ফ্ল্যাগশিপ স্মার্টফোনে। অর্থাৎ, অদূর ভবিষ্যতে মাঝারি দামের বিভিন্ন ফোনও এ ধরনের ছবি এডিট করতে পারবে বলে প্রতিবেদনে লিখেছে এনগ্যাজেট। ফোনটির দাম ও অন্যান্য বিস্তারিত তথ্য রিয়েলমি এখনো প্রকাশ করেনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



