জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হলো পাকিস্তানসহ ৫ দেশ

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানসহ পাঁচটি দেশ জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হয়েছে। অপর চার দেশ হচ্ছে ডেনমার্ক, গ্রিস, পানামা ও সোমালিয়া। দেশগুলো জাপান, ইকুয়েডর, মাল্টা, মোজাম্বিক ও সুইজারল্যান্ডের স্থলাভিষিক্ত হলো। জাতিসঙ্ঘ নিরপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের মেয়াদ দুই বছর।

এশিয়া আসনে জাপানের স্থলাভিষিক্ত হয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার ১৯৩ সদস্যবিশিষ্ট জাতিসঙ্ঘ সাধারণ পরিষদে ১৮২ ভোট পেয়ে দেশটি অষ্টমবারের মতো এই কৃতিত্ব অর্জন করে। দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেতে ১২৪টি ভোটের প্রয়োজন ছিল।

জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা ১৫। এর মধ্যে স্থায়ী সদস্য হলো পাঁচ। এই পাঁচ দেশ ভেটো শক্তির অধিকারী। তারা হলো যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য ও ফ্রান্স। বর্তমানে অস্থায়ী সদস্য হিসেবে বহাল রয়েছে আলজেরিয়া, গায়েনা, দক্ষিণ কোরিয়া, সিয়েরা লিয়ন এবং স্লোভানিয়া। পাকিস্তানসহ নতুন পাঁচ দেশ আগামী ১ জানুয়ারিতে পরিষদে যোগ দেবে।

সূত্র : দি নিউজ ইন্টারন্যাশনাল এবং অন্যান্য