স্পোর্টস ডেস্ক : ক্রিকেটাররা ভালো করলে যেমন প্রশংসা পান, খারাপ করলে তেমনি সমালোচনাও শুনতে হয়। তবে কখনও কখনও সমালোচনার সীমা পেরিয়ে যায়। অনেকেই সমালোচনা করতে গিয়ে ক্রিকেটারদের ব্যক্তিগতভাবে আক্রমণ করে বসেন। এখন থেকে আর এটা মেনে নেওয়া হবে না বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
আজ নির্ধারিত সভা ছিল বিসিবির বোর্ড পরিচালকদের। সেটা শেষে সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলাপ করেন পাপন।
এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘দল হারলে সমালোচনা হবে, দর্শকরা রাগ করবে ঠিক আছে, কিন্ত ক্রিকেটারদের ব্যক্তিগত ভাবে আক্রমন এখন থেকে আর মেনে নেয়া হবেনা। এই ব্যাপারে আজ সিদ্ধান্ত নেয়া হয়েছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।