ব্যক্তিগত সহকারীর সঙ্গে সম্পর্ক, নতুন চর্চায় রেখা

রেখা

বিনোদন ডেস্ক : বলিউডের ‘চিরসবুজ’ খ্যাত অভিনেত্রী রেখা। ৬৮ বছরেও যেন রূপের দ্যুতি ছড়াচ্ছেন তিনি। সম্প্রতি নতুন করে চর্চায় এসেছেন এই অভিনেত্রী। গুঞ্জন উঠেছে ব্যক্তিগত সহকারীর সঙ্গে সম্পর্কে রয়েছেন রেখা। আর এতেই শুরু হয়েছে নেটিজেনদের নানান জল্পনাকল্পনা।

রেখা

গেল তিন দশক ধরে রেখাকে সামলে আসছেন তার ব্যক্তিগত সহকারী ফারজানা। সেই সহকারীর সঙ্গেই অভিনেত্রীর সম্পর্ককে ঘিরে বিভিন্ন ধরনের চর্চা হচ্ছে বলিপাড়ায়। রেখার ব্যক্তিগত জীবন নিয়েও কম বিতর্ক হয়নি ইন্ডাস্ট্রিতে।

বিশেষ করে অভিনেতা অমিতাভ বচ্চনের সঙ্গে তার সম্পর্ককে ঘিরে তুমুল আলোচনা-সমালোচনা হয়েছিল। সে সময় অনেকেই মনে করেছিলেন, নায়িকার সঙ্গে গভীর কোনো সম্পর্কে জড়িয়েছেন অমিতাভ।

যদিও নায়কের তরফ থেকে এ প্রসঙ্গে কোনো জবাব পাওয়া যায়নি। কিন্তু পরবর্তীকালে বিভিন্ন সাক্ষাৎকারে রেখা স্বীকার করেছিলেন, অমিতাভের প্রতি তার দুর্বলতার কথা।

সম্প্রতি আরও এক খবরে চর্চার কেন্দ্রবিন্দুতে এলেন রেখা। লেখক ইয়াসের উসমানের লেখা ‘রেখা দ্য আনটোল্ড স্টোরি’ বইটিতে উঠে এসেছে নায়িকার জীবনের বেশ কিছু গোপন তথ্য।

লেখকের দাবি, বহু বছর ধরে রেখা তার ব্যক্তিগত সহকারী ফারজানার সঙ্গে সম্পর্কে রয়েছেন। প্রতি মুহূর্তে রেখার পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাকে। বলা চলে, ফারজানা হলেন রেখার ছায়াসঙ্গী। অভিনেত্রী বার বার তার সহকারীকে নিজের বোনই বলে এসেছেন।

তবে সেই বইতে লেখা রয়েছে, রেখার বেড রুমে ফারজানা ছাড়া আর কারও ঢোকার অনুমতি নেই। অভিনেত্রীর বাড়ির খুঁটিনাটি থেকে তার পেশাদার জীবনের প্রতিটি সিদ্ধান্ত ফারজানাই মূলত নিয়ে থাকেন।

হোয়াটসঅ্যাপে অন্যের মেসেজ গোপনে পড়ার উপায়

রেখার জীবনীতে লেখক লিখেছেন, কয়েক দশক ধরে ব্যক্তিগত সহকারীর সঙ্গেই সম্পর্কে রয়েছেন রেখা। শারীরিক এবং মানসিক দু’দিক থেকেই রেখা ফারজানার ওপর নির্ভরশীল। তাদের সম্পর্কে ফারজানার ছেলের ভূমিকা পালন করেন।

সূত্র : আনন্দবাজার