জুমবাংলা ডেস্ক : অনেকে ব্যক্তিগত শত্রুতায় শহীদ পরিবারকে দিয়ে মামলা দিচ্ছেন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। রোববার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ছাত্র আন্দোলনে আহতদের জুলাই শহীদ ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুদান দিতে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি।
উপদেষ্টা নাহিদ বলেন, ‘মামলাগুলোকে আমরা স্পেশাল ট্রাইব্যুনালে নিয়ে যাচ্ছি। মামলাগুলো স্পেশাল ট্রাইব্যুনালে এলে দ্রুত নিষ্পত্তি হবে। অনেকে ব্যক্তিগত শত্রুতায় শহীদের পরিবারকে দিয়ে মামলা দিচ্ছেন। ইতিমধ্যেই নিহতের পরিবার এবং আহতদের পরিবারকে নিয়ে আমরা অনেক রাজনীতি দেখতে পাচ্ছি।
দেখা যাচ্ছে এলাকাভিত্তিক ব্যক্তিগত শত্রুতা যাদের রয়েছে, নিহতের পরিবার ও আহতদের পরিবারকে ভুল বুঝিয়ে নানাভাবে প্রভাবিত করে তাদের ব্যক্তিগত শত্রুতায় পরিবারকে দিয়ে মামলায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এরকম ঘটনা অহরহ ঘটছে। নিজেদের রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য এই ধরনের ঘটনা ঘটছে এবং নিজেদের দলীয় নামে নিহত পরিবারের তালিকা নেওয়ার চেষ্টা করছে।’
উপদেষ্টা নাহিদ আরও বলেন, ‘আমি মনে করি এই ধরনের কাজ একেবারেই উচিত নয়। যারা নিহত হয়েছেন, যারা আহত হয়েছেন তারা দেশের বীর সন্তান। তাদেরকে কোনো দলের কোনো ব্যানারে কোনো গোষ্ঠীর নামে সংকুচিত করা উচিত নয়। এই কাজটি যারা করছে তাদেরকে আমরা নিরুৎসাহিত করছি।
পোশাকের সাইজ XL বা XXL এর মধ্যে ‘X’—র অর্থ কী? ৯০% মানুষের অজানা
এখানে বিভিন্ন দল অংশগ্রহণ করেছে, বিভিন্ন দলের নেতা–কর্মীরা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। তাদের আত্মত্যাগকে আমরা যথাযথভাবে স্বীকৃতি দিতে চাই। আমরা যাতে নিহতদেরকে কোনো দল দিয়ে যেনো ভাগ করে না ফেলি। এখানে আমরা যেনো তাদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করি, এটাই আমাদের অনুরোধ থাকবে। আমরা আহত-নিহত পরিবারদের সতর্ক করছি। তাদের সাথে আমাদের যোগাযোগ রয়েছে, এটিও আমরা আইনিভাবে সহযোগিতায় দেব।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।