টাক মাথা গোপন করায় বরকে পেটাল কনের পরিবার

আন্তর্জাতিক ডেস্ক : টাক মাথা নিয়ে কতই না সমস্যায় পড়তে হয়। তবে ভারতের বিহারে সম্প্রতি যে ঘটনা ঘটেছে, তা সমস্যার চেয়ে অনেক বেশি ভয়াবহ ছিল। টাক মাথার তথ্য গোপন করায় বিয়েবাড়িতে বরকে ইচ্ছেমতো ধোলাই দিয়েছে কনের পরিবার।

বিহারের গায়া জেলার দোবি এলাকার বাজাউরা গ্রামে এ ঘটনা ঘটেছে। বিয়ের সময় দেখা যায়, বরের হাতে নকল চুল। তিনি লুকিয়ে সেই চুল মাথায় পরছেন। এর পরই তাঁকে পেটানো শুরু করেন কনের আত্মীয়স্বজনেরা।

পরে জানা যায়, ওই বর আগেও একটি বিয়ে করেছেন। সেই বিয়ের তথ্যও তিনি গোপন রেখেছিলেন। এ কারণে আবার পেটানো হয় তাঁকে। টুইটারে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বর বার বার হাতজোড় করে মাফ চাইলেও রেহাই মেলেনি।

এ ঘটনায় কোনো মামলা না হলেও স্থানীয় পঞ্চায়েতের মাধ্যমে সমাধান করা হয়। ওই বিয়ের কাজ আর এগিয়ে নেওয়া হয়নি।