কমমূল্যে বাজার কাঁপাচ্ছে Flip 5G স্মার্টফোন, জানুন দাম ফিচার

Tecno Phantom V Flip

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : আজকের দিনে দাঁড়িয়ে অনেক মানুষের Foldable Phone এর শখ রয়েছে, তবে দামের কথা ভেবে বেশিরভাগ মানুষই পিছিয়ে আসেন। তবে বর্তমানে অত্যন্ত কম দামে Flip Phone কেনার সুযোগ পাওয়া যাচ্ছে। শপিং সাইট আমাজন ইন্ডিয়াতে Tecno Phantom V Flip ফোনটি মাত্র 31,999 টাকা দামে সেল করা হচ্ছে। এই দাম কোনো অফার বা ব্যাঙ্ক কার্ড ছাড়াই পাওয়া যাবে। এর ফলে এই ফোনটি এখন ভারতের সবচেয়ে সস্তা ফ্লিপ ফোনের স্থান দখল করে নিয়েছে।

Tecno Phantom V Flip

সবচেয়ে সস্তা ফ্লিপ ফোনের দাম
Tecno Phantom V Flip 5G ফোনটি মাত্র 31,999 টাকা দামে বিক্রি করা হচ্ছে। এই ফোল্ডেবল ফোনটি 54,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। Tecno Phantom V Flip 5G ফোনটি লঞ্চ প্রাইসের তুলনায় 23 হাজার টাকা কম দামে পাওয়া যাচ্ছে। ভারতে আজ পর্যন্ত কোনো ফ্লিপ ফোন এত কম দামে সেল করা হয়নি। এই প্রাইস কাটের ফলে এই ফোনটি ভারতের সবচেয়ে সস্তা ফোল্ডেবল স্মার্টফোনের স্থান দখল করে নিয়েছে। 31,999 টাকা বিনিময়ে Tecno Phantom V Flip 5G ফোনটি কেনার জন্য এখানে ক্লিক করুন

নোট: এই সেল কত দিন চলবে সেই বিষয়ে কোম্পানি বা শপিং সাইট কোনো পক্ষ থেকেই অফিসিয়ালি জানানো হয়নি। এই প্রাইস কাট নিঃসন্দেহে সীমিত সময়ের জন্য করা হয়েছে এবং যে কোনো সময়ে আবার দাম বাড়িয়ে দেওয়া হতে পারে।

এই ফোনে 20.5:9 আসপেক্ট রেশিওযুক্ত এবং 1080 x 2460 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.9 ইঞ্চির স্ক্রিন রয়েছে। এই ফুল এইচডি+ ডিসপ্লে এলটিপিও এমোলেড প্যানেল দিয়ে তৈরি এবং 120 হার্টস রিফ্রেশরেট ও 1000 নিটস্ ব্রাইটনেস সাপোর্ট করে। ফোনটির বাইরের দিকে রাউন্ড শেপের 1.32 ইঞ্চি সেকেন্ডারি স্ক্রিন দেওয়া হয়েছে। কভার স্ক্রিনের এই ডিজাইন এখনও পর্যন্ত লঞ্চ হওয়া সমস্ত 5জি ফোল্ড ফোনের তুলনায় বেশ ইউনিক।

Tecno Phantom V Flip এর স্পেসিফিকেশন
সেলফি ক্যামেরা: Tecno Phantom V Flip ফোনটিতে 32 মেগাপিক্সেল ডুয়েল ফ্ল্যাশ অটো ফোকাস ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। জানিয়ে রাখি এখনও পর্যন্ত কোনো ফ্লিপ ফোনে এত বেশি মেগাপিক্সেলের ক্ষমতাসম্পন্ন সেলফি ক্যামেরা যোগ করা হয়নি।

রেয়ার ক্যামেরা: ফোনটির ব্যাক প্যানেলে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এতে এফ/1.7 অ্যাপার্চারযুক্ত 64 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং পিডিএএফ ফিচারযুক্ত 13 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে।

প্রসেসর: Phantom V Flip 5G ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং হাই ওএস 13.5 এ কাজ করে। প্রসেসিঙের জন্য এই ফোনে 3 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 8050 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে।

স্টোরেজ: এই ফোনটি 8GB RAM সহ লঞ্চ করা হয়েছে। এতে 8GB Memory Fusion টেকনোলজি রয়েছে, যার সাহায্যে এতে 16GB RAM এর পারফরমেন্স পাওয়া যায়। এই ফোনে 256GB ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 4,000 এমএএইচ ব্যাটারি রয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 45 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি যোগ করা হয়েছে।

Samsung Galaxy S24+ স্মার্টফোনে বিশাল ছাড়, রইল বর্তমান মূল্য

কানেক্টিভিটি: এই নতুন ফ্লিপ ফোনটি 14 5জি ব্যান্ড সাপোর্ট করে। এই ফোনে ব্লুটুথ 5.3 এবং ওয়াইফাই এর মতো ফিচার রয়েছে।