গ্লোবাল ইনোভেটিভ টেক ব্র্যান্ড হিসেবে টেকনোর বিশ্বব্যাপী জনপ্রিয়তা রয়েছে। ব্র্যান্ডটি প্রথমবারের মত ফোল্ডেবল স্মার্টফোন বাজারে ছাড়বে। নতুন ফ্যান্টম ফাইভ ফোল্ড ডিভাইসটি ফেব্রুয়ারির ২৮ তারিখে সবার সামনে উন্মোচন করা হবে।
স্পেনের বার্সেলোনায় একটি ইভেন্টে ফোনটি উন্মোচন করা হবে। এডভান্সড লেভেলের ফ্ল্যাগশিপ স্ক্রিন এ মোবাইলে ব্যবহার করা হয়েছে। TCL CSOT এর সহযোগিতায় টেকনো এ স্টাইলের স্ক্রিন তৈরি করতে সক্ষম হয়েছে।
২ ব্র্যান্ডের জয়েন্ট ল্যাবরেটরিতে এটি তৈরি করেছে। ২০২২ সালের জুলাই-এ তারা যৌথভাবে জয়েন্ট ল্যাবরেটরি তৈরি করেছে। কাস্টোমারদের সন্তুষ্টি রক্ষা করে পণ্য উৎপাদনই তাদের উদ্দেশ্য। তাদের তৈরি ডিভাইসে যেন ইউনিক ক্যাপাবিলিটি থাকে সেটা নিশ্চিত করতে চায় তারা।
১২০ হার্জ রিফ্রেশ রেটের ডিসপ্লে রয়েছে এটির স্ক্রিনে। স্মার্ট ডিভাইস এ রেভুলেশন টাইপ পরিবর্তন নিয়ে আসার চেষ্টা করছে তাদের যৌথ ল্যাবরেটরি। ডিসপ্লে টেকনোলোজিতে নতুন ইনোভেশন শেয়ার করতে চায় টেকনো।
বর্তমানে তারা ডিসপ্লে সিস্টেমে নতুন প্রযুক্তি নিয়ে আসার চেষ্টা করেছে। ২০২৪ সালে ডিভাইসটির পরবর্তী ভার্সন মার্কেটে রিলিজ পাবে। স্ক্রিন অপটিমাইজেশনে তারা নতুন দিকের সূচনা করেছে। বড় স্ক্রিনের ডিভাইস তৈরিতে তাদের যৌথ ল্যাবরেটরি কাজ করছে।
তাদের ফোল্ডেবল ফোনে স্ক্রিন রোলিং মোটর ফিচার ব্যবহার করা হয়েছে। ক্রেতাদের সেরা ইউজার-এক্সপ্রিয়েন্স দিতে টেকনো বদ্ধপরিকর। ব্র্যান্ডটির কমিটমেন্ট হচ্ছে সেটা টেকনোলোজিকাল পণ্য যেনো কাস্টোমারদের হাতে তুলে দেওয়া যায়।
৫ মহাদেশের ৭০টি দেশে টেকনো তাদের ব্যবসা পরিচালনা করছে। ফ্যান্টমকে বলা হয় টেকনোর প্রিমিয়াম লেভেলের সাব-ব্র্যান্ড। ফ্যান্টমের মাধ্যমে নতুন ইনোভেশনকে পরিচয় করিয়ে দিতে বদ্ধপরিকর টেকনো। স্মার্ট টেকনোলোজির ডিভাইস নিয়ে আসার ক্ষেত্রে মার্কেটে লিড দিতে চায় টেকনো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।