আন্তর্জাতিক ডেস্ক : খেলা আর লীলা, এই তো জীবন! যেন একথাই বলছে ১৪৫০ ফুট উঁচু থেকে ঝরে পড়া আশ্চর্য রঙের ফোয়ারা। যা দেখে মুগ্ধ হওয়া ছাড়া উপায় থাকে না। কথা বন্ধ করে দেয় এমন দৃশ্য, হাঁ করে তাকিয়ে থাকে দর্শক। আসলে পাহাড়ের ফাটল বেয়ে নেমে আসা একটি জলপ্রপাত।
প্রবল হাওয়ায় সে জল ক্রমাগত উড়ছে। তার উপর সূর্যের আলো পড়তেই ম্যাজিক! সাধারণ ঝরনা হয়ে ওঠে রংধনু জলপ্রপাত। সম্প্রতি ভাইরাল হয়েছে এই অপরূপ নৈসর্গিক দৃশ্য। কোথায় রয়েছে এই জলপ্রপাত?
জানা গেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ইয়োসেমাইট ন্যাশানাল পার্কের বিখ্যাত ইয়োসেমাইট জলপ্রপাত এটি। যদিও এই নামে তাকে মানায় না। কেন না এই ঝর্ণা তো মহাজাগতিক। এ যেন শিল্পীর সাতরঙা জলের প্যালেট। এখানে রংধনু ঝর্ণাই যেন তার উপযুক্ত নাম।ইয়োসেমাইট জাতীয় উদ্যান ক্যালিফোর্নিয়ার চারটি ভিন্ন কাউন্টি জুড়ে বিস্তৃত যা প্রায় ৭ লাখ ৬১ হাজার ৭৪৭ একর এলাকা জুড়ে বিস্তৃত।
মূলত পানির ধারা বিরাট উঁচু থেকে নামে। মাঝপথ প্রবল হাওয়ার দাপটে উড়ে যায় কোটি কোটি জলকনা। তার মধ্যে সূর্যের আলো পড়তেই শুরু হয় এ নৈসর্গিক কাণ্ড। তখন প্রায় দেড় হাজার ফুট উচ্চতা জুড়ে থাকা পুরো প্রপাতটাই প্রকৃতির মায়ার খেলায় হয়ে ওঠে রধনু।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।