ফিলিপস এর ওএলইডি ৯৩৭ টেলিভিশনটি ২০২২ সালের শেষ দিকে বিশ্বব্যাপী মার্কেটে রিলিজ পেয়েছিল। এটির ডিজাইন যেমন সুন্দর তেমনি তার সাউন্ড কোয়ালিটিও মনোমুগ্ধকর। আপনি যদি এরকম টেলিভিশন খুঁজে থাকেন যার একই সাথে পিকচার কোয়ালিটি ও সাউন্ড কোয়ালিটির ভালো প্যাকেজ দরকার তাহলে এটি আপনার জন্য উপযুক্ত হবে।
এখানে চারটি এইচডিএমআই পোর্ট দেওয়া হয়েছে। প্রত্যেকটি পোর্ট ফোরকে রেজুলেশন বজায় রেখে চিত্র ধারণ করতে সক্ষম। তবে যারা গেমিং করে থাকেন তাদের ইনপুট ল্যাগ এর সমস্যা মোকাবেলা করতে হতে পারে।
এটি চড়া মূল্যে বাজারে বিক্রি হওয়ার কারণে অনেক ক্রেতাদের সামর্থের মধ্যে থাকবে না। এ টেলিভিশনের ডিসপ্লের সাইজ ৬৫ ইঞ্চি। এটার দাম হবে ৩ লক্ষ ৫০ হাজার টাকা।
আগের মডেল থেকে এটির সাইজ বেশ বড়। পাশাপাশি ব্রাইটনেস নিয়ে কোন সমস্যা নেই। এইচডিআর এর মত ফিচার এখানে এভেলেবেল রয়েছে। এটির ৭৭ ইঞ্চির একটি ভ্যারিয়েন্ট মার্কেটে পাওয়া যাচ্ছে।
সবথেকে মজার ব্যাপার হল গেমাররা ১২০এফপিএস বজায় রেখে ভালোমতোই গেমিং করতে পারবেন। সর্বশেষ অপারেটিং সিস্টেম ব্যবহার করার সুযোগ রয়েছে।
এ টেলিভিশনের সবথেকে ভালো ফিচার হচ্ছে কিছু চমৎকার দৃশ্য আপনার সামনে তুলে ধরতে সক্ষম হবে। ভিডিও কোয়ালিটি সত্যিই আকর্ষণীয়। পাশাপাশি এটির শ্রুতিমধুর সাউন্ড থাকার কারণে আপনি কখনো বিরক্ত হবেন না।
স্ট্রিমিং সার্ভিসের জন্য টেলিভিশনটি বেশ উপযুক্ত হবে। প্লে-স্টেশন বা এক্সবক্স কনসোলটি আপনি এইচডিএমআই পোর্টের সাথে এটাচ করে সহজেই ব্যবহার করতে পারবেন।
যদি আপনার খুব বড় সাইজের একটি টেলিভিশনের প্রয়োজন হয় যার চিত্র এবং সাউন্ড একইসাথে চমৎকার হবে তাহলে এটি আপনার জন্য বেস্ট অপশন হবে। ফিলিপস এর ওএলইডি ৯৩৭ টেলিভিশনটি একটি ইকো ফ্রেন্ডলি ডিভাইস এবং ভয়েস কন্ট্রোল ও google assistant এর মাধ্যমে আপনি টেলিভিশনটি সহজেই অপারেট করতে পারবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।