গাজায় ইসরাইলি আগ্রাসনের অবসান দাবিতে রাস্তায় নেমে আসছেন ইউরোপের বিভিন্ন দেশের লাখ লাখ মানুষ। গাজার সংঘাত বন্ধে ২০ দফা শান্তি পরিকল্পনা প্রস্তাব করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সব মিলিয়ে গাজা যুদ্ধ বন্ধ করতে নজিরবিহীন এক চাপের মুখে পড়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু।
তবে নানামুখী চাপে পড়লেও নিজের অবস্থান থেকে সরতে রাজি হচ্ছেন না নাছোড়বান্দা নেতানিয়াহু। ট্রাম্পের শান্তিচুক্তি প্রস্তাবকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরাইল। যার জেরে এবার সরাসরি ফোন করে নেতানিয়াহুর ওপর ক্ষোভ ঝারলেন মার্কিন প্রেসিডেন্ট।
গত ৩ অক্টোবর ট্রাম্প বিবৃতি দিয়ে জানান, হামাস শান্তি চায়। এখন দুই পক্ষ রাজি হলে যুদ্ধবিরতি হবে। মার্কিন এক কর্মকর্তার বরাতে সংবাদমাধ্যম এক্সিওস জানিয়েছে, হামাস ট্রাম্পের প্রস্তাবের জবাব দেওয়ার পরপরই ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেন ট্রাম্প। ওই সময় নেতানিয়াহু ট্রাম্পকে বলেন, হামাস যে জবাব দিয়েছে এ নিয়ে উল্লাস করার কিছু নেই। কারণ তারা শর্তসাপেক্ষে রাজি হওয়ার অর্থ হচ্ছে, প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছে।
নেতানিয়াহুর এ কথা শুনে ট্রাম্প ক্ষিপ্ত হয়ে যান এবং তাকে বাজে ভাষায় ধমক দিয়ে বলেন, “আমি জানি না আপনি সবসময় এমন নেতিবাচক কেন। এটি একটি জয়। এই জয় গ্রহণ করুন।” যুক্তরাষ্ট্রের আরেক কর্মকর্তা নিশ্চিত করেছেন ট্রাম্প নেতানিয়াহুকে ধমক দিয়েছেন। এতে বোঝা যাচ্ছে, গাজায় যুদ্ধ বন্ধে নেতানিয়াহুকে কতটা চাপ দিচ্ছেন ট্রাম্প।
বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই শান্তি প্রস্তাব ব্যর্থ করার চেষ্টা চালিয়ে যাবেন নেতানিয়াহু। ইসরাইলের বার-ইলান বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক মেনাচেম ক্লেইন আল জাজিরাকে বলেছেন, ‘ট্রাম্প একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী। হামাসেরও একমত হওয়া ছাড়া কোনো উপায় নেই, আর নেতানিয়াহুরও কোনো বিকল্প নেই।
তবে তিনি চুক্তিটি নষ্ট করার চেষ্টা চালিয়ে যাবেন।’ তিনি ব্যাখ্যা করেন, ট্রাম্পের ২০-দফা পরিকল্পনায় ‘বেশ কিছু ফাঁকফোকর’ রয়েছে। নেতানিয়াহু চুক্তি পরিত্যাগ করতে ফাঁকফোকরগুলো ব্যবহার করতে পারেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।