জুমবাংলা ডেস্ক : মালদ্বীপের মালেতে অগ্নিকাণ্ডে দুই বাংলাদেশি নিহতের ঘটনায় সমবেদনা জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ শহিদ। তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে ফোন করে এই সমবেদনা জানান। বুধবার সন্ধ্যায় তিনি পররাষ্ট্রমন্ত্রীকে ফোন করেন।
Advertisement
আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটি একটি দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনার তদন্ত চলছে।’
নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা করে তিনি তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। এসময় পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন নিহত বাংলাদেশিদের পরিচয় নিশ্চিত করতে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ জানান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।