ড. মোমেনকে ফোনে সমবেদনা জানালেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী

মোমেন

জুমবাংলা ডেস্ক : মালদ্বীপের মালেতে অগ্নিকাণ্ডে দুই বাংলাদেশি নিহতের ঘটনায় সমবেদনা জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ শহিদ। তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে ফোন করে এই সমবেদনা জানান। বুধবার সন্ধ্যায় তিনি পররাষ্ট্রমন্ত্রীকে ফোন করেন।

মোমেন

আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটি একটি দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনার তদন্ত চলছে।’

শুধু পর্দায় নয়, বাস্তবেও সুন্দরী এই ৯ নায়িকা

নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা করে তিনি তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। এসময় পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন নিহত বাংলাদেশিদের পরিচয় নিশ্চিত করতে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ জানান।