লাইফস্টাইল ডেস্ক : একসময় মোবাইল ব্যবহারের মূল উদ্দেশ্য ছিল কথোপকথন। কিন্তু মোবাইলের ব্যবহার এখন আর শুধুমাত্র কথোপকথনে সীমাবদ্ধ নেই। টাকা পয়সার লেনদেন থেকে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখা, সবেতেই মোবাইল ফোন এখন দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে।
কিন্তু ফোনের রঙে চরিত্র বিচার? এইটা আবার কীভাবে সম্ভব? মোবাইল ফোনের রঙ নাকি উন্মোচন করতে পারে চরিত্রের নানান দিক, এমনটাই মত রং বিশেষজ্ঞ ম্যাথু রিচারের।
চলুন তবে জেনে নেয়া যাক ম্যাথু রিচারের গবেষণায় ফোনের রং দেখে কীভাবে বোঝা যাবে মানুষের চরিত্র-
সাদা
ম্যাথুর মতে, যারা সাদা রঙের ফোন ব্যবহার করেন তারা সাধারণত পরিচ্ছন্ন থাকতে পছন্দ করেন। পাশাপাশি সাদা ফোন ব্যবহারকারী ব্যক্তিরা আগে ভাগে কোনো ব্যাপারে অনুসিদ্ধান্তে পৌঁছে যান না বলেও জানান ম্যাথু। তার মতে সাদা রং সাধারণত সরলতার প্রতীক। তাই এই রঙের ফোন যারা ব্যবহার করেন তারা খোলামেলা মানুষ হন।
কালো
সবচেয়ে বেশি মানুষ কালো রঙের ফোন ব্যবহার করেন। কালো রঙের ফোন যেমন সহজে ময়লা দেখায় না তেমন দাগ-ছোপও কম পড়ে। ম্যাথুর কথায় যারা কালো রঙের ফোন ব্যবহার করেন তারা সাধারণত বাস্তববাদী ও পেশাদার হন। পছন্দ করেন ক্ষমতা ও সৌন্দর্য। পাশাপাশি কালো রঙের ফোন ব্যবহারকারীরা গোপনীয়তা পছন্দ করেন বলেও মত তার। অর্থাৎ তারা নিজেদের সম্পর্কে কোনো তথ্য বাইরের মানুষের কাছে সহজে প্রকাশ করতে পছন্দ করেন না।
নীল
নীল রঙের ফোন যাদের, তারা কিছুটা মুখচোরা ও আত্মকেন্দ্রিক হন বলে জানান ম্যাথু। এই ধরনের মানুষ খুবই শান্ত ও সৃজনশীল হন। পাশাপাশি যারা নীল রং পছন্দ করেন তারা কোনো কাজ করার আগে গভীর ভাবে ভাবেন, কর্মক্ষম হলেও তারা নিজের ঢাক নিজে পেটাতে পছন্দ করেন না বলে জানান ম্যাথু।
লাল
লাল ফোন যারা ব্যবহার করেন, তারা নাকি নীল রং ব্যবহারকারী ব্যক্তিদের তুলনায় একেবারেই বিপরীত। তারা আত্মপ্রকাশে পিছপা তো হনই না বরং আলোচনার কেন্দ্র বিন্দুতে থাকতে পছন্দ করেন। লাল রঙের ফোন থাকলে, তারা খামখেয়ালি, আবেগপ্রবণ, প্রতিস্পর্ধী ও লড়াকু মানসিকতার হন বলে মত ম্যাথুর।
সোনালি
সোনালি রং বরাবরই ধন-সম্পদের প্রতীক। যারা এই রঙের ফোন ব্যবহার করেন তাদের টাকা-পয়সার প্রতি টান বেশি থাকে। তারা নিজেদের সামাজিক প্রতিপত্তির ব্যাপারেও সদা সতর্ক থাকেন। অন্তত এমনটাই মত ম্যাথু রিচারের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।