ফোনের উপরেও ছোট্ট ছিদ্রটি থাকার কারণ অনেকেরই অজানা

ফোন

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ফোনটা ঘুরিয়ে দেখুন তো? আপনার ফোনের উপরেও কি রয়েছে এই ছোট্ট ছিদ্র? শুধু আপনার ফোন নয়, প্রায় সব স্মার্টফোনেই এই ছিদ্র দেখা যায়। কারণ জানেন কি? এখন প্রায় সবার কাছেই এক বা একাধিক স্মার্টফোন থাকে। দিনের বেশিরভাগ অংশ কেটে যায় স্মার্টফোনের দিকে তাকিয়েই। সারাদিন ফোনের দিকে তাকিয়ে থাকলেই নিজের স্মার্টফোন সম্পর্কে কতটা জানেন? ফোনের ভিতরের যন্ত্রাংশ বাদ দিলেও বাইরে ডিজাইন সম্পর্কেও সঠিকভাবে ওয়াকিবহাল নন সকলে।

ফোন

সব স্মার্টফোনের পিছনের দিকে থাকে একটি ক্যামেরা সেট আপ আর সামনের দিকে থাকে ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকে সেলফি ক্যামেরা। এছাড়াও ফোনের চারপাশে ফ্রেমের মধ্যে আরও অনেক কিছুই দেখা যায়। ফোনের নীচে থাকে চার্জিং পোর্ট, স্পিকার গ্রিল, কলিং মাইক্রোফোন। চার্জিং পোর্টে চার্জার কানেক্ট করলেই ফোন চার্জ করা সম্ভব হয়। এছাড়াও ফোনের স্পিকার গ্রিলের ভিতরে থেকে বেরিয়ে আসে আওয়াজ। কলিং মাইক্রোফোনের মাধ্যমে ভয়েস ও ভিডিয়ো কলের সময় আপনার কণ্ঠ ক্যাপচার হয়।

এছাড়াও ফোনের চারপাশে থাকে ভলিউম বাটন, পাওয়ার বাটন, সিম ট্রে, হেডফোন জ্যাক। যে সব ফোনে স্টিরিয়ো স্পিকার সেট আপ ব্যবহার হয় সেই সব ফোনের উপরে আরও একটি স্পিকার গ্রিল দেখা যায়। কিন্তু এই সব কিছু ছাড়াও প্রায় সব ফোনের উপরে থাকে একটি ছোট্ট ছিদ্র। এই প্রতিবেদন যদি আপনি কোন স্মার্টফোন থেকে পড়েন তবে সেই ফোনের উপরেও এই ছোট্ট ছিদ্র থাকার সম্ভাবনা রয়েছে। কিন্তু সব স্মার্টফোনের উপরে এই ছোট্ট ছিদ্র কেন থাকে? কারণ জানেন কি?

আসলে যে কোন স্মার্টফোনে ভয়েস কলের জন্য অন্তত 2টি মাইক্রোফোন থাকে। ফোনের উপরে এই ছোট্ট ছিদ্রের মধ্যেই থাকে এই দ্বিতীয় মাইক্রোফোনটি। নয়েস ক্যানসেলিং মাইক্রোফোন হিসাবে কাজ করে ফোনের এই অংশ। ধরুন আপনি কোন রাস্তায় দাঁড়িয়ে ফোনে কথা বলছেন।

আপনার চারপাশ থেকে বিভিন্ন ধরনের আওয়াজ আসছে। সেই সব আওয়াজকে বাতিল করে শুধু আপনার কণ্ঠস্বর ফোনের অপর প্রান্তের মানুষটির কাছে পাঠিয়ে দিতে সাহায্য করে এই নয়েস ক্যান্সেলিং মাইক্রোফোন। তাই যে কোন ভয়েস কল করার সময় এই মাইক্রোফোন অ্যাকটিভেট হয়ে যায়। একসঙ্গে ২ টি মাইক্রোফোন থেকে চলে অডিয়ো ক্যাপচার করার কাজ। ফোনের মধ্যেই সব প্রসেসিং শেষ করে অপ্রয়োজনীয় নয়েস বাদ দিয়ে রিয়েল টাইমে এই আওয়াজ আপনার ফোন থেকে চলে যায় ফোনের অপর প্রান্তে।

মেয়েরা সবার আগে ছেলেদের ১০টি জিনিস দেখে

ফলে আপনি এমন কোন জায়গা থেকে ফোনে কথা বলেন যেখানে আশেপাশে শব্দ তুলনামূলক বেশি তখনই আপনার অজান্তেই ভয়েস কলিংয়ের অভিজ্ঞতা ভালো করে ছোট্ট এই ছিদ্র। তবে এখন আর অজানা রইল না এই বিষয়। এই সময় ডিজিটালের টেক-এর পাতায় এই ধরনের আরও প্রতিবেদন পড়তে চাইলে নীচে কমেন্ট সেকশনে জানান।