বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : ২০২৫ সালে স্মার্টফোনে বৈপ্লবিক পরিবর্তন আসবে। বিশেষ করে পরিবর্তনটা বেশি চোখে পড়বে ফোনের ক্যামেরায়। প্রায় প্রতিটি ফোনের কৃত্রিম বুদ্ধিমত্তার ছোঁয়া পাবেন। যদিও এখনকার ফ্ল্যাগশিপ ফোনেই কেবলমাত্র এআই ফিচার থাকে। আগামীতে প্রায় সব ফোনেই পাবেন এই ফিচার।
২০২৪ সাল থেকেই স্মার্টফোনে এআই নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে, তবে ২০২৫ সালে এই ফিচার আরও ছেয়ে যাবে। কারণ একদিকে যেমন দামী ফোনে ক্যামেরা, ফটো ও ভিডিও এডিটিং, লাইভ ট্রান্সলেশন, সিকিউরিটি, ব্যাটারি ম্যানেজমেন্ট এবং অ্যাপ ম্যানেজমেন্টের ক্ষেত্রে এআই এর ব্যাবহার বাড়তে চলেছে।
২০২৫ সালে বাজেট ফোনের ক্ষেত্রেও যথেষ্ট এআই ইন্টিগ্রেশন পাওয়া যাবে। আগামী বছর থেকে কম দামের ফোনেও ক্যামেরা থেকে শুরু করে গেমিং, ব্যাটারি, সার্চ ও ট্রান্সলেশনসহ বিভিন্ন সেগমেন্টে এআই ব্যাবহার করা যাবে। এমনকি বহু ফোনের নামেও এআই থাকবে।
সব ফোনেই টেলিফটো ক্যামেরা
যেকোনো স্মার্টফোনের ক্যামেরা সেগমেন্ট ইউজারদের অন্যতম পছন্দের একটি দিক। এই সেগমেন্টেই আজ পর্যন্ত সবচেয়ে বেশি ইনোভেশন দেখা গেছে। সাধারণত টেলিফটো লেন্স দামী ফোনেই দেখা যায় এবং স্যামসাং, অ্যাপেল ও ভিভো এই লেন্স নিয়ে ভালোই কাজ করেছে। তবে ২০২৫ সালে মিড সেগমেন্ট ও বাজেট ফোনেও এই লেন্স দেখা যাবে। ইউজাররা ১৫ হাজার থেকে ২০ হাজার টাকার ফোনেও টেলিফটো লেন্স উপভোগ করতে পারবেন। এর ফলে ক্যামেরার জুম ও পোর্ট্রেট ক্যাপাবিলিটি অনেক অ্যাডভান্স হয়ে যাবে এবং ইউজাররা লসলেস জুম ফিচার পাবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।