আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মধ্যপ্রদেশে এক মর্মান্তিক দুর্ঘটনায় মোবাইল ফোন বিস্ফোরণের ফলে ১৯ বছর বয়সী এক তরুণের গোপনাঙ্গে আঘাত লাগে এবং তার শরীরের নিচের অংশ পুড়ে যায়। আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, এই দুর্ঘটনা ঘটে মার্চ মাসের শেষের দিকে।
জানা গেছে, অরবিন্দ নামের ওই তরুণ বাজার থেকে সবজি কিনে মোটরবাইকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে টোল বুথের কাছে তার প্যান্টের পকেটে রাখা মোবাইল ফোনটি হঠাৎ বিস্ফোরিত হয়। বিস্ফোরণের পর তার প্যান্টে আগুন ধরে যায় এবং ভারসাম্য হারিয়ে বাইক থেকে সড়কে পড়ে যান তিনি। এতে তার মাথায়ও গুরুতর আঘাত লাগে।
দুর্ঘটনার পর অরবিন্দকে দ্রুত সারঙ্গপুর হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। কিন্তু আঘাত গুরুতর হওয়ায় পরে তাকে শাজাপুর জেলার একটি হাসপাতালেও স্থানান্তর করা হয়।
অরবিন্দের পরিবার জানিয়েছে, তিনি নিজের সঞ্চিত অর্থ দিয়ে একটি মোবাইল ফোন কিনেছিলেন, যেটি বিস্ফোরিত হয়েছে।
সারঙ্গপুর হাসপাতালের একজন চিকিৎসক জানিয়েছেন, মোবাইল ফোন বিস্ফোরণের কারণে অরবিন্দের যৌনাঙ্গেও আঘাত লেগেছে। যদিও বর্তমানে তিনি বিপদমুক্ত রয়েছেন, তবে চিকিৎসা চলমান রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।