ফোনটির দাম ১ কোটি ১০ লক্ষ টাকা, সারাবিশ্বে আছে মাত্র ৩টি

মোবাইল ফোন

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : মোবাইল ফোন তো এখন সকলের হাতে হাতে। শহর থেকে গ্রাম সকলের হাতেই এখন মুঠো ফোন। এবার সামনে এল সবচেয়ে দামি মোবাইল ফোন। মোবাইল ফোন এখন কার্যত নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের তালিকায় জায়গা করে নিয়েছে। ফলে সকলেই অর্থ জমিয়ে মোবাইল ফোন কিনে নিচ্ছেন বা কিনতে বাধ্য হচ্ছেন।

মোবাইল ফোন

বাজার চলতি নানা মডেল রয়েছে। কম থেকে বেশি দামের মোবাইল রয়েছে। আইফোনের দাম বেশ চড়া। সকলের সাধ্যের মধ্যেও নয়। অনেকক্ষেত্রে সেগুলির দাম লক্ষাধিক। কিন্তু সেসব ফোন কার্যত জলের দরের মোবাইল ফোন বলে মনে হবে নতুন একটি আইফোনের মডেল দেখলে। যার দাম পড়ছে ১ কোটি ১০ লক্ষ টাকা! সেই টাকা দিয়ে কেউ যদি কিনতেও চান তাহলেও তাঁকে দ্রুত তৎপর হতে হবে। না হলে নাও পেতে পারেন!

এখানে মনে হতেই পারে কী আছে ওই মোবাইল ফোনে? সোনা নাকি? ব্যঙ্গের প্রশ্ন হলেও সেটাই কিয়দংশে সত্যি। আইফোন ১৪ প্রো মডেলের ওপর বেশকিছু কেরামতি করে মাত্র ৩টি এমন ফোন ক্যাভিয়র তৈরি করেছে যা সত্যিই চমক দিতে পারে।

যেকোন পোশাকেই ঝড় তুলতে পারেন জাহ্নবী কাপুর, রইল ভাইরাল ছবি

ফোনটির পিছনে ক্যাভিয়র জুড়ে দিয়েছে একটি রোলেক্স ঘড়ি। রোলেক্স গোল্ডেন ডেটোনা ঘড়ি। যার ড্যাশবোর্ড ডায়াল এবং সুইচ, সবই ১৮ ক্যারেটের সোনা দিয়ে তৈরি। তবে এই ঘড়ি রোলেক্স বানিয়েছে আসলে যাঁরা গাড়ির রেসের সঙ্গে যুক্ত তাঁদের জন্য। সেটাই এবার মোবাইল ফোনের পিছনে সেঁটে দিয়েছে ক্যাভিয়র। এই লিমিটেড এডিশন আইফোন ১৪ প্রো মডেলটি মাত্র ৩টিই তৈরি করেছে ক্যাভিয়র। যার এক একটির দাম ১ কোটি ১০ লক্ষ টাকা।