বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : শাওমি ফোনে অ্যানড্রয়েড ভিত্তিক হাইপার ওএস ব্যবহৃত হয়। এই কাস্টমাইজড অপারেটিং সিস্টেমের সর্বশেষ ভার্সন ১০। শিগগিরই শাওমির বেশ কিছু মডেলের ফোনে হালনাগা এই ভার্সন রিলিজ হবে। কোন কোন ফোনে হাইপার ওএস ১০ ইনস্টল হবে তার তালিকা প্রকাশ করেছে শাওমি। তবে ঠিক কবে নাগাদ এই ভার্সন ফোনে রিলিজ করা যাবে সে সম্পর্কে কিছু জানা যায়নি।
শুরুতে ১০টি মডেলের শাওমি ফোন হাইওপার ওএস ১০ ভার্সন আপডেট পাবে। নতুন তালিকায় শাওমি একাধিক ফোনের নাম প্রকাশ করেছে।
ডিসেম্বরেই হাইপার ওএস আপডেট পাবে এই শাওমি ফোন
চলতি বছরের শেষে অর্থাৎ ডিসেম্বর মাসে যেসব শাওমি ফোন এই আপডেট পেতে চলেছে, সেই তালিকায় রয়েছে Xiaomi 12S, Xiaomi 12S Pro, Xiaomi 12S Ultra, Xiaomi 12, Xiaomi 12 Pro, Xiaomi 12 Pro Dimensity Edition, Xiaomi Pad 5 Pro 12.4, Redmi K50, Redmi K50 Pro, Redmi K50 Ultra এবং Redmi K50 Gaming Edition।
শাওমির পক্ষ থেকে জানানো হয়েছে, এই অপারেটিং সিস্টেমে ফাস্টার বুট টাইমস থাকছে এবং ব্যাকগ্রাউন্ডে অ্যাপসগুলোকে দীর্ঘ সময়ের জন্য রেখে দিতে পারে। তার থেকেও বড় কথা হল, ছবি তৈরি করা ও তার টেক্সট তৈরি করার ক্ষেত্রে নতুন এআই ফিচার কাজে লাগাতে পারবেন ব্যবহারকারীরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।