‘ফুল অর কাঁটে’ সিনেমায় অজয় দেবগন নয় প্রথমে যাকে নেবার কথা ছিল

অজয়

বিনোদন ডেস্ক : ফিল্মি অভিনেতারা ভালো ছবির আশায় অপেক্ষা করেন আবার কখনো কখনো গল্প পছন্দ না হওয়ায়, তারা প্রস্তাব ফিরিয়ে দেন। এমন ভুরি ভুরি উদাহরণ রয়েছে। কিন্তু জেনে অবাক হবেন, ‘ফুল অর কাঁটে’তে (Phool Aur Kaante) অজয় দেবগন প্রথম পছন্দের ছিলেন না, তার আগে আরেক বলিউড সুপারস্টারকে বাছাই করা হয়েছিল কিন্তু রাতারাতি তাকে বাদ দেওয়া হয়।

অজয়

সুশান্ত সিং এর মৃত্যুর পর বলিউডের স্বজন পোষণ ব্যাপারটা ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে। আর এই বিষয়টা প্রভাব পড়েছে অনেক ট্যালেন্টেড সুপারস্টারের, যাদের ইন্ডাস্ট্রিতে কোন গড ফাদার ছিল না। আসলে, ১৯৯১ সালে মুক্তি পায় ‘ফুল অর কাঁটে’। এই ছবিতে অজয় দেবগন ছাড়াও অমরেশ পুরি, মধু আরো অনেকেই অভিনয় করেছেন।

বক্স অফিসে ছবিটি সুপারহিট হয়েছিল। অনেকেই জানেন না এই ছবিটির হাত ধরে অক্ষয় কুমারের অভিষেক হতে যাচ্ছিল বলিউডে। কিন্তু তার আগেই রাতারাতি বদলে যায় অভিনেতার নাম। এই বিষয়ে সাক্ষাৎকারে অক্ষয় কুমার জানিয়েছিলেন যে, ওই ছবির প্রতিটি গান সংগীত শিল্পীদের সঙ্গে বসে শুনেছিলেন। এমনকি ফটোশুটও হয়ে গিয়েছিল।

অক্ষয়

এবার যখন তিনি পরদিন শুটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। সেই রাতেই তাকে ফোন করে জানানো হয়, ‘আপনাকে আর আসতে হবে না, অন্য কাউকে নেওয়া হয়েছে।’ এভাবেই অক্ষয় কুমারের বলিউডে অভিষেক করা হাতছাড়া হয়। যদিও সে কথা তিনি হাসতে হাসতে সাক্ষাৎকারে জানিয়েছিলেন।

ফেসবুক লাইভে শাকিব-অপু-জয়!

এদিকে অজয় দেবগন ছিলেন সেইসময় অ্যাকশন পরিচালক ভীরু দেবগনের ছেলে। আর অক্ষয় কুমার ইন্ডাস্ট্রিতে একেবারে নতুন। এভাবেই বাদ পড়ে যান ছবি থেকে। কিন্তু তিনি এতোটুকু বিচলিত হননি। এর পরের বছরই তিনি ‘সৌগন্ধ’ ছবিতে অভিনয় করে বলিউডে পা রাখেন। এরপর অক্ষয়ের ‘খিলাড়ি’ ছবিটি সুপারহিট হয় এবং আর তাকে কখনো পিছু ফিরে তাকাতে হয়নি।