বিনোদন ডেস্ক : আজকাল বিভিন্ন সেলিব্রিটিদের তাদের ফ্যানসদের সাথে নিজেদের অনেকরকম ছবি ভাগ করে নিতে দেখা যায়। তবে আজকাল বেশিরভাগ তারকাদের তাদের ছোটবেলাকার ছবি ভক্তদের সাথে ভাগ করে নিতে একটু বেশি দেখা যাচ্ছে।
সেলিব্রিটিরা তাদের ভক্তদের সাথে তাদের ছোটবেলার ছবিকে শনাক্তকরণ করার এই খেলা খেলতে বেশ পছন্দ করে থাকে। দর্শকরাও এই ছবি গুলিকে দেখতে বেশ পছন্দ করে থাকে যার ফলে ফটো গুলি নিমেষে ভাইরালও হয়ে যায়।
তারকাদের এই ছোটবেলার ছবি গুলির মধ্যে কোনো কোনো ছবি খুব সহজেই চেনা যায়। আবার কিছু কিছু ছবি চেনা মুশকিল হয়ে পরে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বলিউডের এক তারকার ছোটবেলার ছবি প্রচন্ড পরিমাণে ভাইরাল হচ্ছে। এই অভিনেত্রীকে প্রথম দেখায় চিনতে পারা হয়ে উঠছে কিছু ভক্তদের জন্য চ্যালেঞ্জের বিষয়।
তবে কিছু কিছু ভক্তরা আবার দেখা মাত্রই চিনে ফেলছে এই অভিনেত্রীকে। আপনি কি চিনতে পারছেন এই ছোটবেলার ছবিটি বলিউডের কোন অভিনেত্রীর? যদি আপনার উত্তর না হয় তবে আসুন এই আর্টিকেলের মাধ্যমের জেনেনি কে এই বাচ্চাটি এবং দর্শকরা কি প্রতিক্রিয়া জানাচ্ছে এই ছবিটি নিয়ে।
ভাইরাল ছবিটিতে হাতে জুতো ধরে দুস্টুমি করতে যেই কিউট ও সুন্দর বাচ্চাটিকে দেখা যাচ্ছে সেটি আর কেউ নয় বরং বলিউডের সফল অভিনেত্রী ও অভিনেতা সেইফ আলী খানের পুত্রী সারা আলী খান। এই ছবিটি ব্ল্যাক এন্ড ওয়াইট ফটো ও এই ছবিতে সারার কিউট লুক আপনার মন জয় করে নেবে। এই ছোট্ট মেয়েটির গত ১ তারিখ অর্থাৎ আগস্ট মাসের ১ তারিখ ২৬ বছর বয়স হলো।
জানিয়ে দি সারা আলী খান আজকের সময় বলিউডের একজন জনপ্রিয় অভিনেতা। ইনি ফিল্ম কেদারনাথের মাধ্যমে বলিউডে এন্ট্রি নিয়েছিলেন। এই ফিল্ম বক্স অফিসে দুর্দান্ত সফলতা অর্জন করেছিল। এরপর সারা জীবনের কাজের অভাব হয়নি কখনো। ইনি একের পর এক হিট ফিল্মে কাজ করে চলেছেন। সম্প্রতি তিনি তার আপকামিং ফিল্ম ‘গ্যাসলাইট ইন গুজরাট’ ফিল্মের শুটিংয়ের কাজে ব্যস্ত রয়েছেন।এছাড়া ছোটবেলার মতো আজও সারা আলী খান অত্যাধিক মাত্রায় কিউট দেখতে হয়েছেন ও সাথে সুন্দরী ও গ্ল্যামারাসও হয়ে গেছেন তিনি।
বিয়ের অনুষ্ঠানে পাকিস্তানি যুবতীর উদ্দাম ড্যান্স তুমুল ভাইরাল
জানিয়ে দি যে সারা আলী খান পটৌদি পরিবারের একমাত্র মেয়ে। সারা হলেন অভিনেতা সেইফ আলি খানের মেয়ে। সেইফ হলেন একজন নবাব ও তার নাম সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে গণ্য করা হয়। জানিয়ে দি যে পটৌদি প্রাসাদটিও খুব বিলাসবহুল। এছাড়া শুধু সেইফ নয় তার পুরো পরিবারের সদস্যরা খুব রাজকীয় ও বিলাসবহুল জীবনযাপন করেন। একটি রিপোর্ট থেকে জানা গেছে পটৌদি প্রাসাদে প্রায় ১৫০টি কক্ষ রয়েছে ও দুই শতাধিক সেবক রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।