বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক :পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপ স্মার্টফোনের জন্য নতুন ডিসপ্লে ও ক্যামেরা চিপ আনার ঘোষণা দিয়েছে ভিভো। চীনের মাইক্রোব্লগিং সাইট উইবোতে দেয়া এক পোস্টে এ কথা জানায় প্রতিষ্ঠানটি। ভি১প্লাস চিপটি ভিভো এক্স ৮০ সিরিজে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। খবর গিজমোচায়না।
ভিভো ও মিডিয়াটেক যৌথভাবে চিপটির উন্নয়নে কাজ করেছে। ভালো ছবি তোলার জন্য পিকচার অপ্টিমাইজেশনসহ এ চিপে বেশকিছু সক্ষমতা বাড়ানো হয়েছে। বাজারে পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপ স্মার্টফোন হিসেবে এক্স৮০ সিরিজ উন্মোচন করবে ভিভো। এতে ব্যবহার হতে যাওয়া ভি১প্লাস ইমেজিং চিপটি ছবি তোলায় আরো উন্নত অভিজ্ঞতা দেবে।
গত বছর উন্মুক্ত ভি১ প্রসেসরের উত্তরসূরি হচ্ছে ভি১প্লাস। এটিতে মিডিয়াটেকের ডাইমেনসিটি ৯০০০ এবং স্ন্যাপড্রাগন ৮ জেন ১ সক ব্যবহার করা যাবে। মিডিয়াটেকের সঙ্গে ৩০টির বেশি পেটেন্ট রয়েছে।
নতুন ভি১প্লাস ইমেজ প্রসেসরটি কয়েকটি দিক থেকে এগিয়ে। এর মাধ্যমে ভিভো প্রথম অরিজিনালা ইকুইপমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠানে পরিণত হলো, যাদের ইমেজ প্রসেসর ডাইমেনসিটি ৯০০০ ও স্ন্যাপড্রাগন ৮ জেন ১ পরিচালনায় সক্ষম।
এক বছর ধরে মিডিয়াটেক ও ভিভোর ৩০০ কর্মী এ চিপের উন্নয়নে কাজ করেছে। উন্নত গ্রাফিকস ও গতিশীল গেমিংয়ের জন্যও চিপটি কার্যকরী। পাশাপাশি প্রতিষ্ঠানটি ছবির রঙসহ বিভিন্ন বিষয়ের উন্নয়নে ভিন্নধর্মী ও টেক্সচারড মেমোরি কাঠামো তৈরিতেও কাজ করছে। ছবির রেজল্যুশন বা মানের উন্নয়নে প্রতিষ্ঠানটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।