ছবির মাঝখানের এই মিষ্টি মেয়েটি বলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রী

সুন্দরী অভিনেত্রী

বিনোদন ডেস্ক : মুম্বাই বললেই মাথায় আসে এক ঝাঁক তারকার নাম। নিত্যদিন নতুন নতুন নাম হচ্ছে এখানে। রুপোলী পর্দার এই মানুষগুলিকে দূর থেকে দেখেই খুশি থাকে মানুষ‌। পর্দার ওপাশের মানুষগুলিকে ছোঁয়া তো যায়না তাই তাদের ব্যক্তিগত জীবন সম্পর্কে কৌতুহল থেকেই যায় দর্শকদের মনে।

সুন্দরী অভিনেত্রী

এমতাবস্থায় ফ্যানেদের মনোরঞ্জন করতে নিজেদের জীবনের ছোটো ছোটো মুহুর্ত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাগ করে নেন অভিনেতা-অভিনেত্রীরা। নিজের ছোটোবেলার কিছু ছবি ভাগ করে নিলেন বলি সুন্দরী তারা সুতারিয়া। আর সেই ছবি দেখে রীতিমত হতভম্ব অনুরাগীরা।

সম্প্রতি নিজেদের শৈশবকালের ছবি শেয়ার করার ট্রেন্ড ক্রমশ ভাইরাল হচ্ছে। আর এই ট্রেন্ড ফলো করছেন বি-টাউনের বিভিন্ন তারকারাও। এই ট্রেন্ডের রেশ ধরেই নিজের শৈশব বেলার ছবি শেয়ার করেছেন তারা সুতারিয়া। কিন্তু মজার বিষয় হলো তার সেই ছোটোবেলার ছবির সাথে বর্তমান লুকের বিন্দুমাত্র মিল খুঁজে বের করতে পারছেনা অনুরাগীরা। কোথায় তার বোল্ড, হট লুক আর কোথায় তার পুঁচকে নিরিহ, হাসি মুখ। এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় আসার সাথে সাথেই ভাইরাল হয়ে যায়।

প্রসঙ্গত, ভাইরাল এই ছবিটি তারা নিজেই তার ইনস্ট্রাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছেন। ছবিটিতে দেখা যাচ্ছে সে তার বোন এবং বন্ধুর সাথে উপুড় হয়ে শুয়ে আছেন। জানিয়ে রাখি এটি আসলে একটি কোলাজ, যেখানে উপরে রয়েছে তার ছোটোবেলার ছবি এবং নিচেও একই ভাবে পোজ দিতে দেখা যাচ্ছে তিনজনকে।

বলাই বাহুল্য ছবিটিতে তিনজনকেই ভীষণ মিষ্টি লাগছে। ছবির ক্যাপশনে তারা লিখেছেন, “ ২২ বছর পর.. কিছু জিনিস কখনই বদলায় না.. মিশাল হিরানি পিয়া সুতারিয়া আমি আমাদের জন্য গর্বিত। এখানেই আমরা বোকার মতো কাজ করতাম, আমরা যা কিছু যেখান থেকে ছেড়েছি, সেখান থেকে উঠি এবং সবকিছুতেই আমরা একে অপরকে ভালবাসি।” তারার এই পোস্টটা সোশ্যাল মিডিয়ায় আসার সাথে সাথেই কমেন্ট বক্সে ভিড় জমে যায় অনুরাগীদের।

সিনেমাটির অপেক্ষায় আছি : আলিয়া ভাট

অভিনেত্রীর অভিনয় জগত সম্পর্কে বলতে গেলে স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২’ ছবির হাত ধরে বলিউডের বড়পর্দায় পা রেখেছিলেন তারা সুতরিয়া। এখন ইন্ডাস্ট্রিতে বেশ পরিচিতি গড়ে উঠেছে তাঁর। শিগগিরই তাকে দেখা যাবে ‘এক ভিলেন রিটার্ন’-এ।