ছবি দিয়েই বিচ্ছেদের গুঞ্জন শেষ করলেন নেহা!

নেহা

বিনোদন ডেস্ক : তারকাদের জীবন নিয়ে ভক্তদের আগ্রহের যেন শেষ নেই। সব সময় তাদের ঘিরে ভক্তদের মনে থাকে জল্পনা-কল্পনা। একটু ব্যতিক্রম কিছু হলেই অনেক আলোচনা-সমালোচনা শুরু হয়।

নেহা

ঠিক এমন করে কিছু দিন আগেই আলোচনা হয় নেহা কক্কর ও রোহনপ্রীত সিংহের দাম্পত্য জীবন নিয়ে। সাত বছরের ছোট স্বামীর সঙ্গে এবার আর কোনো রকমেই থাকতে পারছেন না নেহা। এই বুঝি বিচ্ছেদ। তাদের একসঙ্গে দেখা যায় না কেন? নেহার জন্মদিনে কেন দেখা যায়নি রোহনকে? আরও অনেক প্রশ্ন ভক্তদের।

এবার এমন অনেক প্রশ্নের জবাব দিয়েছেন এক ছবিতেই। সবকিছু স্পষ্ট করেছেন এক পোস্টেই। নেহার জন্মদিনের সপ্তাহ না পেরোতেই স্বামী রোহনপ্রীতের গালে চুম্বনের ছবি দিয়ে সব জল্পনার অবসান ঘটালেন। একসঙ্গে ইনস্টাগ্রামের এমন ছবিই প্রমাণ করে সম্পর্ক কতটা মধুর চলছে তাদের।

এমএক্স প্লেয়ারের সবচেয়ে সাহসী ওয়েব সিরিজ এটি, ভুলেও কারও সামনে দেখবেন না

অনেক ছবি পোস্ট করে নেহা লিখেন, ‘বরের সঙ্গে ফাটাফাটি একটা ছুটি কাটিয়ে শহরে ফিরলাম।’ আর সেই ছবির কমেন্ট বক্সে রোহনপ্রীত লিখেন ‘কী দুর্দান্ত এক ছুটি কাটালাম আমরা।’ এই দম্পতি ছুটি কাটাতে কোথায় গিয়েছিলেন? এ বিষয়টি জানায়নি কেউ। নেহার চেয়ে বয়সে ৭ বছরের ছোট রোহন পেশায় গায়ক। প্রথম দেখেই তাকে মনে ধরে যায় নেহার। ২০২০ সালের অক্টোবর মাসে ধুমধাম করে বিয়ে হয় তাদের।