আন্তর্জাতিক ডেস্ক : দেশ ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট। বিক্ষোভকারীদের দখলে রয়েছে প্রেসিডেন্ট হাউস। কিন্তু, বিদ্বেষ, বিক্ষোভের মধ্যেই ভালোবাসা নিজের জায়গা করে নেয়! সম্প্রতি নেটপাড়ায় একটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, ঠোঁটে ঠোঁট রেখেছেন এক যুগল। তরুণীর চোখে সানগ্লাস, যুবকের মাথায় হেলমেট। নীচে হাজির জনতা। বিক্ষোভের মধ্যেই একে অপরের ঠোঁটে ‘উষ্ণতা’ খুঁজছেন তাঁরা, দাবি নেটপাড়ার। অর্থনৈতিক সংকট, রাজনৈতিক বার্তার মধ্যে যখন তোলপাড় গোটা দেশ, তখন একটু ভিন্নতার খোঁজে এই ছবিতে মজেছে নেটপাড়ার বাসিন্দারা।
নেটপাড়ার এক বাসিন্দা লিখেছেন, “ভালোবাসা কখনও বন্দি করে রাখা যায় না।” এদিকে এই ছবি দেখে হাসির ফোয়ারা ছুটেছে নেটপাড়ার অপর অংশের মধ্যে। এক নেটিজেনের কথায়, “লোকে ঠিকই বলে! যদি অন্য কোথাও আগুন লাগে তা সত্ত্বেও আমরা নিজেদের মতো থাকে।” অন্যদিকে, অপর এক নেটিজেনের কথায়, “হোক যুদ্ধ, তা বলে কি চুমুতে মানা!” বিক্ষোভে উত্তাল শ্রীলঙ্কার এই ছবি রীতিমতো ঝড় তুলেছে নেটপাড়ায়। উল্লেখ্য, শ্রীলঙ্কা ছেড়ে কিছুদিন আগেই মালদ্বীপে আশ্রয় নিয়েছিলেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষ। জানা যাচ্ছে, এবার তিনি সিঙ্গাপুরে আশ্রয় নিয়েছেন।
উল্লেখ্য, বুধবার রাতেই মালদ্বীপ থেকে সিঙ্গাপুরে যাওয়ার কথা ছিল তাঁর। সিঙ্গাপুর এয়ারলাইন্সে তাঁর টিকিট নম্বর ছিল SQ437—T13, জানা যায় এমনটাই। প্রসঙ্গত, শ্রীলঙ্কার পার্লামেন্টের স্পিকার মাহিন্দা ইয়াপা আবেওবর্ধনে জানিয়েছিলেন, গোতাবায়া রাজাপক্ষ ইস্তফা দিতে চাইছেন। শ্রীলঙ্কার আইন অনুযায়ী, প্রেসিডেন্ট ইস্তফা দিলে অস্থায়ীভাবে সেই দায়িত্ব সামলান উপ রাষ্ট্রপতি।
শ্রীলঙ্কার অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে চাপানউতোর শুরু হয়েছিল গত কয়েক মাস ধরেইক্ষ। মুদ্রাস্ফীতি, জ্বালানি সংকট, খাদ্য সংকট ইত্যাদি কারণে দেশের বিভিন্ন প্রান্তে শুরু হয় বিক্ষোভ। গত ৯ জুলাই চরম আকার ধারণ করে এই বিক্ষোভ। ওই দিন প্রেসিডেন্ট ভবন দখল করে বিক্ষোভকারীরা। জানা গিয়েছে, প্রেসিডেন্ট ভবন থেকে প্রচুর পরিমাণ অর্থ পাওয়া গিয়েছে। পাশাপাশি প্রেসিডেন্ট ভবনের সুইমিং পুলে বিক্ষোভকারীদের আনন্দ করতে দেখা যায়। পাশাপাশি প্রেসিডেন্টের বেডরুমের দখল নেন বিক্ষোভকারীদের একাংশ। আগামী ২০ জুলাইয়ের মধ্যে শ্রীলঙ্কায় নয়া প্রেসিডেন্ট নির্বাচিত হবে বলে জানা যাচ্ছে। শ্রীলঙ্কার এই টালমাটাল পরিস্থিতির মধ্যেই যুগলের এই ছবি আলোচনার অন্যতম মূল আকর্ষণ হয়ে উঠেছে নেটপাড়ার বাসিন্দাদের কাছে।
প্রধানমন্ত্রীর জন্য ১০০ কার্টন আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।